ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তালপট্টিতে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৪, ২২ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তালপট্টিতে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে খোকন খাঁ (৫৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খোকন খাঁ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আইজউদ্দিন খাঁর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবিয়ার রহমান বলেন, খোকন খাঁ তিন দিন আগে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে সহকর্মী আব্দুর রাজ্জাক, আলমগীরসহ কয়েকজন মৌয়াল তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে যায়। আজ ভোরে হঠাৎ একটি বাঘ তাদের নৌকায় হামলে পড়ে। এ সময় খোকনকে তুলে নিয়ে যায় বাঘ। পরে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে সহকর্মীরা।

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/ ২২ মে ২০১৭/এম.শাহীন গোলদার/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়