ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তালা প্রেসক্লাব সেক্রেটারিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৫, ৩০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তালা প্রেসক্লাব সেক্রেটারিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সরদার মশিয়ার রহমানকে ছুরিকাঘাত করেছে দুর্বত্তরা।

আহত মশিয়ার রহমান তালা উপজেলার বারুইহাটি গ্রামের নুর আলী সরদারের ছেলে ও তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

মঙ্গলবার রাত ১০টার দিকে সাতক্ষীরা সদরের রেড ক্রিসেন্ট অফিসের সামনে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মশিয়ারের ভাগ্নে শিমুল মোড়ল জানান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট অফিসে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ শেষে তার মামা (সরদার মশিয়ার) সাতক্ষীরার ওয়াহিদ পারভেজ ও তালার রবিনের সাথে বসে পুরাতন সদর হাসপাতাল সংলগ্ন চায়ের দোকানে রাত ১০টার দিকে চা পান করছিলেন। এমন সময় হঠাৎ মশিয়ারের পিঠের দিকে মেরুদণ্ডের নিচে অতর্কিত ছুরিকাঘাত করা হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, ‘আহতের ব্যাকবোনে ছুরি মারা হয়েছে। অনেক রক্তক্ষরণ হয়েছে, তবে আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

হামলার বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘কারা হামলা চালিয়েছে সেটি এখনো নিশ্চিত নয়। তবে হামলাকারীদের গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশের টিম মাঠে নেমেছে।’

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে তালা উপজেলা আওয়ামী লীগের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ২৬ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিশেষ বর্ধিত সভায় এসে অবরুদ্ধ হয়ে পড়েন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। পর দিন রোববার দুপুরে কেন্দ্রে আগে-পরে নাম দেওয়াকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান প্রার্থী আহত সাবেক ছাত্রলীগ নেতা সরদার মশিয়ার রহমান ও বর্তমান ভাইস চেয়ারম্যান ইকতিয়ার হোসেনের গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারই ধারবাহিকতায় মঙ্গলবার জেলা আওয়ামী লীগ নেতাদের সাথে সাক্ষাতে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট কার্যালয়ে আসেন তালার নেতৃবৃন্দ। তখন থেকেই তালায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।





রাইজিংবিডি/সাতক্ষীরা/৩০ জানুয়ারি ২০১৯/শাহীন গোলদার/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়