ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে মুশফিক!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ১৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে মুশফিক!

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে মুশফিকুর রহিমের খেলা হচ্ছে না! ঘাড়ের ব্যাথা কমে গেলেও আঙুলের ব্যাথা ভোগাচ্ছে টেস্ট দলপতিকে।

ফিজিও ডিন কনওয়ে বুধবার জানিয়েছেন, আঙুলের ব্যাথার কারণে তাকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। কনওয়ের ভাষ্য, ‘নিউজিল্যান্ডের চিকিৎসকরা এসব ইনজুরির জন্য তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেন। ইংল্যান্ডের চিকিৎসকরা বলেন দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে। তবে মুশফিকের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে সে তিন থেকে চার সপ্তাহের মধ্যে ফিরে আসবে।’

নিউজিল্যান্ডের চিকিৎসক জানিয়েছেন, কমপক্ষে দুই সপ্তাহ কোনোভাবেই ফিল্ডিংয়েও নামতে পারবেন না মুশফিক, এতে তার ঘাড়ে ব্যাথাও বাড়তে পারে। ক্রাইস্টচার্চে মুশফিকুর রহিমের না থাকাটা প্রায় নিশ্চিত। ফলে রঙিন পোশাকের পর এবার টেস্ট ক্যাপ উঠবে কাজী নুরুল হাসান সোহানের মাথায়।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়