ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্পিনে সোহানদের ভোগাল আফগানরা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০০, ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পিনে সোহানদের ভোগাল আফগানরা

ক্রীড়া ডেস্ক : চট্টগ্রামে বিসিবি একাদশ ও আফগানিস্তানের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ অনুমিতভাবেই ড্র হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের আগে ব্যাটে-বলে আফগানিস্তানের প্রস্তুতিটা ভালোই হলো। ব্যাটিংয়ে প্রথম দিন ফিফটি পান দুই ওপেনার ইহসানউল্লাহ জানাত ও ইব্রাহিম জাদরান। অন্য ব্যাটসম্যানরা যদিও সেভাবে ভালো করতে পারেননি।

শেষ দিনে বোলিংয়ে প্রস্তুতি সেরেছেন আফগান বোলাররা। বিশেষ করে চায়নাম্যান জহির খান ও লেগ স্পিনার রশিদ খান দারুণ বোলিং করেছেন। এই দুজনের স্পিনেই বেশি ভুগেছেন বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। স্বাগতিকদের ১২৩ রানে গুটিয়ে দিতে জহির ৫টি ও রশিদ নেন ৩ উইকেট।

আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান ১ম ইনিংস: ৯৯ ওভারে ২৮৯/৯ ডিক্লে. (ইহসানউল্লাহ ৬২, ইব্রাহিম ৫২, জাভেদ ৩, রহমত ৭, হাশমতউল্লাহ ২৬, আসগর ১৬, নবী ৩৩, ইকরাম ১, আফসার ৩৫*, রশিদ ১৩, কাইস ২৩*; রানা ০/৩২, মানিক ০/৩৪, সালাউদ্দিন ০/৩৬, সুমন ৩/৪৩, জুবায়ের ০/৬৮, গালিব ০/১৮, আল আমিন ৪/৫১)।

বিসিবি একাদশ ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১২৩ (বিজয় ১৯, সাব্বির ৪, ফজলে মাহমুদ ৮, নাঈম ১৩, আল আমিন ২৯, সোহান ১৫, শুক্কুর ৯, ফারদিন ১৪, সুমন ৩, রানা ০, মানিক ০*; ইয়ামিন ০/১২, শাপুর ১/৪, নবী ০/১৮, রশিদ ৩/২৬, শিরজাদ ১/২৩, জহির ৫/২৪, কাইস ০/১০)।

আফগানিস্তান ২য় ইনিংস: ৩.৫ ওভারে ১৪/০ (জাভেদ ১২*, রহমত ২)।

 

     

জহির-রশিদের স্পিনে নাকাল বিসিবি একাদশ

জহির খান ও রশিদ খানের স্পিনের জবাব খুঁজে পেলেন না বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। আফগানিস্তানের ২৮৯ রানের জবাবে স্বাগতিকের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১২৩ রানে।

মেহেদী হাসান রানকে ফিরিয়ে বিসিবির ইনিংস গুটিয়ে দেওয়ার পাশাপাশি পাঁচ উইকেট পূর্ণ করেন জহির। চায়নাম্যান এই বোলার ৫ উইকেট নিয়েছেন ২৪ রানে। ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন লেগ স্পিনার রশিদ।

বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন আল আমিন জুনিয়র। এর আগে বল হাতে ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলারও ছিলেন তিনিই।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান ১ম ইনিংস: ৯৯ ওভারে ২৮৯/৯ ডিক্লে. (ইহসানউল্লাহ ৬২, ইব্রাহিম ৫২, জাভেদ ৩, রহমত ৭, হাশমতউল্লাহ ২৬, আসগর ১৬, নবী ৩৩, ইকরাম ১, আফসার ৩৫*, রশিদ ১৩, কাইস ২৩*; রানা ০/৩২, মানিক ০/৩৪, সালাউদ্দিন ০/৩৬, সুমন ৩/৪৩, জুবায়ের ০/৬৮, গালিব ০/১৮, আল আমিন ৪/৫১)।

জহিরের জোড়া উইকেট

নিজের পরপর দুই ওভারে দুই উইকেট নিয়েছেন জহির খান। প্রথমে এই চায়নাম্যান বোলারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন নুরুল হাসান সোহান (৩৪ বলে ১৫)। পরের ওভারে বোল্ড হয়ে যান সুমন খান (৩)।

চা বিরতির সময় বিসিবি একাদশের সংগ্রহ ৮ উইকেটে ১১৯ রান। জহির নিয়েছেন ৪ উইকেট, লেগ স্পিনার রশিদ ২টি।

রশিদের দ্বিতীয় শিকার শুক্কুর

বল হাতে চার উইকেটের পর ব্যাটিংয়েও ভালোই খেলছিলেন আল আমিন জুনিয়র। তবে সতীর্থদের মতো তিনিও ইনিংস বড় করতে পারেননি। জহির খানের বলে ক্যাচ হওয়ার আগে ৪৯ বলে ৫ চারে করেন ২৯ রান।

ইরফান শুক্কুরও থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। রশিদ খানের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে তিনি ২৯ বলে করেন ৯ রান।

তখন বিসিবি একাদশের সংগ্রহ ৬ উইকেটে ১০৫। অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে যোগ দিয়েছেন ফারদিন অনি।

 


পারলেন না রাব্বী-নাঈমও

উইকেটে থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বী আর নাঈম ইসলামও। আহমেদ শিরজাদের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৩৬ বলে ৮ রান করেন রাব্বী। জহির খানের শিকার নাঈম করেন ৩২ বলে ১৩।

তখন বিসিবি একাদশের সংগ্রহ ২৪ ওভার ১ বলে ৪ উইকেটে ৬০ রান। উইকেটে আল আমিন জুনিয়রের সঙ্গী হয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

লাঞ্চের আগে দুই উইকেট

লাঞ্চ বিরতির আগে দুই ওপেনার সাব্বির হোসেন ও এনামুল হক বিজয়ের উইকেট হারিয়েছে বিসিবি একাদশ। বিরতির সময় ১১ ওভার ৫ বলে বিসিবি একাদশের সংগ্রহ ২ উইকেটে ২৭ রান। ফজলে মাহমুদ ৪ রানে অপরাজিত আছেন।

ব্যাটিংয়ে ধীরগতির শুরু করেছিলেন দুই ওপেনার। উইকেটে থিতু হয়েও কেউ ইনিংস বড় করতে পারেননি। দশম ওভারে ২৬ বলে ৪ রান করা সাব্বিরকে ফিরিয়ে ১৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আফগান পেসার শাপুর জাদরান।

লাঞ্চের আগে শেষ ওভারে প্রথমবার বল হাতে নেওয়া রশিদ খানের শিকারে পরিণত হন বিজয়। লেগ স্পিনারের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৩৫ বলে একটি করে চার ও ছক্কায় ১৯ রান করেন ডানহাতি ব্যাটসম্যান।      

আফগানিস্তানের ইনিংস ঘোষণা

বোলারদের অনুশীলনের সুযোগ দিতে দ্বিতীয় ও শেষ দিনের প্রথম ঘণ্টার পর ইনিংস ঘোষণা করেছে আফগানিস্তান। আফগানরা প্রথম ইনিংসে ৯ উইকেটে তুলেছে ২৮৯ রান।  

দ্বিতীয় দিনের শুরুতেই রশিদ খানের উইকেট হারায় আফগানিস্তান। ১৩ রান করা রশিদকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান সুমন খান।

এরপর অষ্টম উইকেটে আফসার জাজাই ও কাইস আহমেদ ৩২ রান যোগ করার পর ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জাজাই ২৫ ও কাইস ২৩ রানে অপরাজিত ছিলেন।

বিসিবি একাদশের হয়ে আল আমিন ৫১ রানে ৪টি ও সুমন ৪৩ রানে নেন ৩টি উইকেট।
 

  

সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ১ম ইনিংস: ৯৯ ওভারে ২৮৯/৯ ডিক্লে. (ইহসানউল্লাহ ৬২, ইব্রাহিম ৫২, জাভেদ ৩, রহমত ৭, হাশমতউল্লাহ ২৬, আসগর ১৬, নবী ৩৩, ইকরাম ১, আফসার ৩৫*, রশিদ ১৩, কাইস ২৩*; রানা ০/৩২, মানিক ০/৩৪, সালাউদ্দিন ০/৩৬, সুমন ৩/৪৩, জুবায়ের ০/৬৮, গালিব ০/১৮, আল আমিন ৪/৫১)।  

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে শতরানের উদ্বোধনী জুটিতে আফগানিস্তানকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার ইহসানউল্লাহ জানাত ও ইব্রাহিম জাদরান। ফিফটি করার পর অন্যদের ব্যাটিংয়ের সুযোগ দিতে স্বেচ্ছায় মাঠ ছাড়েন দুজনই।

এরপরই ঘুরে দাঁড়ায় বিসিবি একাদশ। দিন শেষে আফগানিস্তান ৬ উইকেট হারিয়ে তোলে ২৪২ রান। আল আমিন জুনিয়র নেন ৪ উইকেট। আফসার জাজাই ২০ ও রশিদ খান ৬ রান নিয়ে সোমবার দ্বিতীয় দিন শুরু করেন।


রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়