ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তিন সময়ের ঘটনা নিয়ে প্রেক্ষাগৃহে ‘অনুপ্রবেশ’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ১৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন সময়ের ঘটনা নিয়ে প্রেক্ষাগৃহে ‘অনুপ্রবেশ’

বিনোদন প্রতিবেদক: পরিচালক তাপস কুমার দত্তের প্রথম সিনেমা ‘অনুপ্রবেশ’। এরই মধ্যে ক্যালিফোর্নিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, মস্কোর গোল্ডেন ব্রিজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডনের রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালসহ বিশ্বের সাতটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত ও প্রশংসিত হয়েছে। আজ ১৯ জুলাই, সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন এর পরিচালক।

ঢাকার স্টার সিনেপ্লেক্স ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে সিনেমাটি চলছে। এ প্রসঙ্গে তাপস কুমার রাইজিংবিডিকে বলেন, ‘অনুপ্রবেশ’র প্রথম শো আমি দেখেছি। প্রথম শোতে দর্শক উপস্থিতি একটু কম। দ্বিতীয় শোতে দর্শক উপস্থিতি বেশ ভালো। আশা করছি দর্শক উপস্থিতি আরো বাড়বে।’

পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা। সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘২০১৫ সালে ‘সময় প্রকাশন’ থেকে প্রকাশিত হয় তার (অদ্বয় দত্ত) ‘অনুপ্রবেশ’ নামের একটি পরাবাস্তববাদী উপন্যাস। এই উপন্যাসটিরই তিনি চলচ্চিত্র রূপ দিয়েছেন। সম্পূর্ণ মৌলিক কাহিনির সিনেমা ‘অনুপ্রবেশ’। এ ধরনের সিনেমা বাংলাদেশে আগে কখনো নির্মিত হয়নি। কারণ, অনুপ্রবেশে রয়েছে বিস্ময়কর তিনটি টাইম ট্রাভেল। সিনেমাটি দেখার সময় দর্শক কখনও বুঝতে পারবেন না- এরপর কী হবে!’’

‘অনুপ্রবেশ’ সিনেমায় অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।বাংলাদেশের পীযূষ বন্দ্যোপাধ্যায়, আলতাফ হোসেন, অলিউল হক রুমীর পাশাপাশি অভিনয় করেছেন সম্পূর্ণ নতুন মুখ আনোয়ার সায়েম ও সানজিয়া ইসলাম। দুটি গানে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর ও শুভমিতা।


রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৯/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়