ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তিন সিটির বিষয়ে কাল ইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ৩০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন সিটির বিষয়ে কাল ইসির বৈঠক

ঢাকা উত্তর ও দক্ষিন সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগামীকাল কমিশন সভায় বসবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয় সূত্র থেকে জানা গেছে, আগামীকাল সকাল ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।

ইসি থেকে জানা যায়, এই তিন সিটি করপোরেশনের নির্বাচন ছাড়াও আরো বেশ কিছু এজেন্ড  নিয়ে বসবে নির্বাচন কমিশন।

অন্যান্য এজেন্ডা গুলো হচ্ছে- জাতীয় সংসদ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারন আইন-২০১৯এর খসড়া পুনর্বিবেচনা, গণপ্রতিনিধিত্ব আইনের খসড়া চূড়ান্তকরণ, উপজেলা পরিষদের সংরক্ষিত সদস্য পদে নির্বাচন, স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন, জাতীয় পরিচয়পত্রের তথ্য গোপন বিষয়ক নির্দেশনা, বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রমের প্রতিবেদন এবং নির্বাচন কমিশনের সঠিক কর্মযজ্ঞের ওপর একটি প্রামাণ্য চিত্র তৈরিকরণ ইত্যাদি।

নির্বাচন কমিশনের উপ-সচিব (সংস্থাপন) মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত একটি নোটিশে ওই সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

 

ঢাকা/হাসিবুল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়