ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পিপলস লিজিংয়ের ৩ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ২২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিপলস লিজিংয়ের ৩ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান ও দুই পরিচালকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার বিকেলে দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হকের সই করা এ সংক্রান্ত চিঠি পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়েছে। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

যাদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা হলেন- পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান এম মোয়াজ্জেম হোসেন, সাবেক পরিচালক বিশ্বজিৎ কুমার রায় ও মো. কবির উদ্দিন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।


রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৯/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়