ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তিস্তায় আকস্মিক বন্যা, ফসলের ক্ষতি

ইয়াছিন মোহাম্মদ সিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিস্তায় আকস্মিক বন্যা, ফসলের ক্ষতি

নীলফামারী প্রতিনিধি : উজানের ঢলে তিস্তা নদীতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

রোববার সন্ধ্যা থেকে তিস্তার ঢলে নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। উজানের ঢলের কারণে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী মৌজার আশপাশের কয়েক হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। ওই এলাকার ভুট্টা, বাদাম, মরিচ. পেঁয়াজ, রোপা আমন ধান নষ্ট হয়েছে বলে টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানিয়েছেন করেছেন। 

গত দুই দিন আগে তিস্তা নদীতে ততটা পানি না থাকলেও ভারতের উজানে বন্যার কারণে রোববার সন্ধ্যা থেকে তিস্তায় পানি বাড়তে শুরু করায় সোমবার সকাল থেকে ৪৪টি সুইচ গেট খুলে দেওয়া হয়েছে।

উজানের ঢলের কারণে তিস্তায় ঘোলা পানির সঙ্গে কুচুরিপানা আসায় এলাকাবাসী ধারণা করছে, উজানে বন্যার কারণে পানির গতি তীব্র রয়েছে।

টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বলেন, উজানের ঢলে আকস্মিক বন্যায় টেপাখড়িবাড়ী মৌজার চরখড়িবাড়ীসহ আশপাশের ১০টি গ্রামে পানিতে ফসলের ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে মরিচ, পেঁয়াজ, রসুন, মিষ্টি কুমড়ার ক্ষেত। এ ছাড়া তিস্তা নদী বেষ্টিত এলাকায় ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

পাউবোর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী বলেন, আকস্মিক বন্যায় তিস্তার উজানে চরাঞ্চলের উঠতি ফসলের ক্ষতি হচ্ছে।

চরখড়িবাড়ী গ্রামের মশিয়ার রহমানের স্ত্রী মমিনা বেগম বলেন, তিনি এক বিঘা জমিতে মিষ্টি কুমড়া লাগান। কুমড়াগুলো বড় হয়েছে। পরিপক্ক করতে আরও ৭/৮ দিন সময় লাগত। রোববার রাতে বন্যায় কুমড়া ক্ষেতটি তলিয়ে গেছে। একই গ্রামের মমতাজ উদ্দিনের স্ত্রী জামিলা বেগম বলেন, বন্যায় এক বিঘা জমির পেঁয়াজ তলিয়ে রয়েছে। আব্দুল আউয়াল বলেন, আকস্মিক বন্যায় এলাকার ভুট্টা ক্ষেতের ক্ষতি হয়েছে। ভুট্টা ক্ষেতে ভাঙন দেখা দিয়েছে।

তিস্তার পাড়ের ছোটখাতা গ্রামের জবেদ আলীর ছেলে জেলে জিন্নাত আলী বলেন, রোববার রাত থেকে উজানের ঢলে ভরপুর হয়েছে তিস্তা। নতুন পানিতে প্রচুর মাছ আসছে।

তিস্তার ধারে মাছ ধরতে আসা জেলে শেখ সিন্দু গ্রামের চান্দু মন্ডলের ছেলে খরগোস আলী বলেন, বন্যায় তিস্তার পানিতে প্রচুর মাছ আসায় তা ধরছেন তারা। বৈরালী, পুটি, টেঙরা, বাইমসহ নানা প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে।



রাইজিংবিডি/নীলফামারী/৩ এপ্রিল ২০১৭/ইয়াছিন মোহাম্মদ সিথুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়