ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘তৃণমূলে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে কাজ করুন’

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তৃণমূলে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে কাজ করুন’

সচিবালয় প্রতিবেদক : ডিজিটাল বাংলাদেশ নির্মাণে জেলা প্রশাসকদের আরো বেশি আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের চতুর্থ দিনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিসিদের কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যেটা তাদের বলেছি, তৃণমূলে তারাই কিন্তু নেতা। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তারাই কিন্তু মানুষকে টেনে আনবেন।’

মন্ত্রী বলেন, সেখানে তারা (ডিসি) আমাকে প্রশ্ন করেছিলেন, বাচ্চাদের মোবাইল ব্যবহারের কারণে নানা রকম সমস্যা হচ্ছে। এটা কিন্তু পার্ট। এটা আমাদের কাটিয়ে উঠতে হবে। আমরা এর থেকে দূরে সরে গেলে, বন্ধ করে দিলে এর থেকে কিছু হবে না। সেই কথাগুলো বললাম, আমাদের একচুয়ালি এগুলো ফাইন্ড করে এগোতে হবে। আমাদের মানসিকতা ওইভাবে তৈরি করতে হবে যে, আমি এরকম পর্যায়ে যেতে চাই।’

তিনি বলেন, বাংলাদেশ কোথায় উঠবে এটা বাঙালিও হয়তো অনেক সময় জানে না। কিন্তু আমাদের চাওয়াটা আকাশচুম্বী। কবিতা দিয়ে বলেছিলাম, বাঙালির চাওয়া আকাশ ছোঁয়া কথাটা চমৎকার। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর প্রমাণ।


রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়