ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ত্রিতাল’র আত্মপ্রকাশ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রিতাল’র আত্মপ্রকাশ

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশে ব্যান্ড সংগীতের শক্ত একটা অবস্থান রয়েছে। ইদানীং চারপাশে ব্যান্ড দল ভাঙনের সুর বাজছে। ঠিক তখন ‘ত্রিতাল’ নামে নতুন ব্যান্ড দল গঠন করলেন ‘কন্যারে’ খ্যাত কণ্ঠশিল্পী শান। ঈদুল আজহা উপলক্ষে দলটি মুক্তি দিয়েছে নতুন একটি গান।

অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে ‘সাদাকালো’ শিরোনামে মুক্তি পেয়েছে গানটি। ভিডিওতে অংশ নিয়েছে ‘ত্রিতাল’ ব্যান্ডের সদস্যরা। গানটির কথা লিখেছেন ইবনে সুমন। সুর করেছেন শান। সংগীতায়োজনে ব্যান্ড ত্রিতাল। মিক্স ও মাস্টারিং করেছেন রেজওয়ান সাজ্জাদ।

‘ত্রিতাল’-এর ভোকালিস্ট শান বলেন, ‘এই ব্যান্ডটি শুধু একটি ব্যান্ডই নয়, এটা আমাদের পরিবার। এখানকার আমরা সবাই পরিবারের সদস্য। আমরা সবাই একসঙ্গে মিলে বাংলা গানের প্রতিনিধিত্ব করতে চাই। গানের পাশাপাশি মানুষের কল্যাণেও কাজ করতে চাই।’

ইতোমধ্যে সংগীতাঙ্গনের অনেকেই ব্যান্ড দলটির জন্য শুভকামনা জানিয়েছেন। এছাড়া ‘সাদাকালো’ গানটি প্রকাশের পর প্রশংসা পাচ্ছেন বলেও জানান শান।

ব্যান্ড দলটির লাইনআপ হলো— ভোকাল শান। গিটারে শান ও পুষ্প, কী বোর্ডে রাকিব, বেজ গিটারে ঝলক, ড্রামসে শাওন।

দেখুন: ‘সাদাকালো’ গানটি




রাইজিংবিডি/ঢাকা/৬ আগস্ট ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়