ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ত্রুটিপূর্ণ সড়ক নির্মাণে জড়িতদের শাস্তি দাবি

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রুটিপূর্ণ সড়ক নির্মাণে জড়িতদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক : চালকের পাশাপাশি ত্রুটিপূর্ণ সড়ক নির্মাণে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনের মহাসচিব মো মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনার অর্ধযুগ পর দায়ী ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনকে শাস্তি দিয়েছেন আদালত। দুর্ঘটনায় শত শত প্রাণ হারানোর পর  ঢাকা-আরিচা মহাসড়কের ব্ল্যাক স্পটসমূহ সোজাকরণ, সড়ক বিভাজক স্থাপন, রোড সাইন ও রোড মার্ক অঙ্কনসহ সড়ক নিরাপত্তায় নানা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে এ সড়কে দুর্ঘটনা কমিয়ে আনার সাফল্য দাবি করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘যাদের গাফিলতির কারণে সড়কে দুর্ঘটনায় প্রতিদিন অসংখ্য মায়ের বুক খালি হয়েছে সেসব দায়িত্বহীন প্রকৌশলীদের শাস্তির আওতায় আনা হয়নি।’ ত্রুটিপূর্ণ সড়ক নির্মাণে জড়িত প্রকৌশলীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৭/আসাদ/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়