ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘থানা হতে হবে পুলিশি সেবার কেন্দ্রবিন্দু’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘থানা হতে হবে পুলিশি সেবার কেন্দ্রবিন্দু’

জ্যেষ্ঠ প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘থানা হতে হবে পুলিশি সেবার কেন্দ্রবিন্দু। থানায় আগত সেবাপ্রত্যাশী মানুষ যেন হাসিমুখে ফিরে যেতে পারে, সেজন্য সব পুলিশ সদস্যকে আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে। দ্রুততম সময়ে তাদের সেবা নিশ্চিত করতে হবে।’

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজিদের র‌্যাংক ব্যাজ পড়ানোর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নিরপরাধ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সেদিকে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি।

পুলিশ-প্রধান বলেন, ‘আমরা জনগণের পুলিশ হওয়ার জন্য কাজ করছি। সাধারণ জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবান্ধব পুলিশ হওয়া সম্ভব নয়।’

জঙ্গি দমনে সফলতার প্রসঙ্গে আইজিপি বলেন, ‘জঙ্গিদের মোকাবিলায় সর্বদা তৎপর ও সজাগ থাকতে হবে। জঙ্গি দমনে ব্লক রেইড, চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি অভিযান জোরদার করার বিকল্প নেই। জঙ্গিরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে লক্ষ্য রাখাতে হবে।’


রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৯/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়