ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

আরেকটি বড় জয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক : জোহানেসবার্গ টেস্ট শুরুর আগের দিন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেছিলেন, সিরিজ ৩-০ করার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না তারা। কিন্তু এটি যে তার দল এত সহজেই করে ফেলবে, সেটি হয়তো তখন তিনি নিজেও ভাবেননি!

জোহানেসবার্গে হাশিম আমলার শততম টেস্ট মাত্র তিন দিনেই ইনিংস ও ১১৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের তিন ম্যাচেই অসহায় আত্মসমর্পণ করে শ্রীলঙ্কা পেল হোয়াইটওয়াশের লজ্জা।

নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আমলা ও জেপি ডুমিনির সেঞ্চুরিতে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ৪২৬ রান। জবাব দিতে নেমে শুক্রবার দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৪ উইকেটে ৮০। আজ তৃতীয় দিনে শ্রীলঙ্কা কই ঘুরে দাঁড়াবে, উল্টো তাদের দুই ইনিংসই গুটিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকান পেসাররা। তাতে বল করতে হলো মাত্র ৫৯.৩ ওভার। একদিনেই পড়ল ১৬ উইকেট!

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল দলের শতরানের মধ্যেই সাজঘরে ফেরেন। এরপর দ্রুতই বাকি ৪ উইকেট হারিয়ে ১৩১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ফলোঅন করিয়ে সফরকারীদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাতে একটুও সময় নেননি প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও প্রোটিয়া পেসারদের আগুনে পুড়ল শ্রীলঙ্কা। ৪২.৩ ওভারে সফরকারীদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৭৭ রানে। সর্বোচ্চ ৫০ রান আসে দিমুথ করুনারত্নের ব্যাট থেকে।

ওয়েইন পারলেন ৪টি ও অভিষিক্ত ডুয়ান অলিভিয়ের নেন ৩ উইকেট। রাবাদার ঝুলিতে জমা পড়ে ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪২৬ (ডুমিনি ১৫৫, আমলা ১৩৪; প্রদীপ ৪/৭৮, কুমারা ৪/১০৭)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৩১ (মেন্ডিস ৪১, থারাঙ্গা ২৪; ফিল্যান্ডার ৩/২৮, রাবাদা ৩/৪৪, অলিভিয়ের ২/১৯, পারনেল ২/৩৮)

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস:  ১৭৭ (করুনারত্নে ৫০, লাকমাল ৩১; পারনেল ৪/৫১, অলিভিয়ের ৩/৩৮, রাবাদা ২/৫০)।

ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১১৮ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজ দক্ষিণ আফ্রিকা ৩-০ ব্যবধানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: জেপি ডুমিনি।

ম্যান অব দ্য সিরিজ: ডিন এলগার।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়