ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দখলকৃত খাল পুনরুদ্ধারের অঙ্গীকার তাপসের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দখলকৃত খাল পুনরুদ্ধারের অঙ্গীকার তাপসের

মেয়র হলে ঢাকা দক্ষিণের জলাবদ্ধতা নিরসনে দখলকৃত সকল খাল পুনরুদ্ধার করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার দুপুরে পুরান ঢাকার গেন্ডারিয়ার গড়িয়া মঠ থেকে প্রচার শুরুর আগ মুহূর্তে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

তাপস বলেন, ‘আমাদের ঐতিহ্যবাহী ঢাকার দক্ষিণ অঞ্চলের আজকে আমরা গণসংযোগ করছি। আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি, এতে করে ব্যপক সাড়া পাচ্ছি। আমরা খুবই আশাবাদী, এর প্রতিফলন আগামী পয়লা ফেব্রুয়ারি নৌকা মার্কায় আমাকে ভোট দিয়ে উন্নত ঢাকা গড়ার সুযোগ দিয়ে তাদের রায় দেবে।’

বেদখল হওয়া সবকয়টি খাল পুনরুদ্ধারের ঘোষণা দিয়ে ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকার জলাবদ্ধতা নিরসনের জন্য, ঢাকার মধ্যে যে খালগুলো ভূমি দস্যুরা নানাভাবে দখল করে রেখেছে- আমরা দায়িত্ব নিয়ে এগুলো দখল মুক্ত করে পানিউন্নয়ন বোর্ডের সহায়তায় সেগুলো উদ্ধার করব। জলাশয়গুলোকে আমরা পুনরুদ্ধার করব, যাতে করে জলাবদ্ধতা নিরসনসহ ঢাকাবাসী নান্দনিক ঢাকা শহরের সুবিধা পায়।’

পার্কগুলোকে উন্নত করা হবে জানিয়ে তাপস বলেন, ‘পার্কগুলোর নিজস্ব স্বকীয়তা বজায় রেখে আধুনিকায়ন করা হবে, উন্নত করা হবে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে কাজ করব, যাতে করে পর্যটকরাও আসে।’

এসময় ৪০ নং ওয়ার্ডের দলীয় কাউন্সিলর আবুল কালাম আজাদ পিন্টু (ঘুড়ি মার্কা), ও সংরক্ষিত নারী কাউন্সিলর লাভলী চৌধুরীকে (স্টিলের আলমারি মার্কায়) সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তাপস।


ঢাকা/পার‌ভেজ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়