ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দর্শক হয়ে অপেক্ষায় তিন অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৩, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দর্শক হয়ে অপেক্ষায় তিন অধিনায়ক

অপেক্ষার পালা শেষ। ১১৬ দিন পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনার প্রকোপ থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। দুই দল বুধবার সাউদাম্পটনের এজেস বোল স্টেডিয়ামে মাঠে নামবে। বাংলাদেশ সময় ৪টায় শুরু হবে দুই দলের মহারণ।

পুরো ক্রিকেট বিশ্বের চোখ আজ সাউদাম্পটনে। দীর্ঘদিন পর ব্যাট-বলের লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। অপেক্ষায় আছেন বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের তিন অধিনায়ক। দর্শক সারিতে বসে, টিভির পর্দায় আজ চোখ রাঙবেন তামিম, মুমিনুল, মাহমুদউল্লাহ।

ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল রোমাঞ্চিত ক্রিকেট ফেরায়। তার মতে, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তিন টেস্ট আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আদর্শ হয়ে উঠবে। টেস্ট অধিনায়ক মুমিনুল ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও মনে করছেন, করোনা পরবর্তী সময়ে ক্রিকেট কিভাবে আয়োজন হতে পারে সেই গতিপথ নির্ধারণ করবে দুই দলের টেস্ট সিরিজ।  

দীর্ঘ বিরতির পর টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় পরিস্থিতি পর্যবেক্ষণের পর্যাপ্ত সুযোগ থাকছে। আইসিসি বেশ কিছু গাইডলাইনও দিয়েছে। আইসিসির নির্দেশণা দুই দল কিভাবে বাস্তবায়ন করে সেগুলিতে নজর থাকবে মুমিনুল হকের। টেস্ট অধিনায়ক বলেছেন,‘ক্রিকেট ফিরছে এটা আমাদের জন্য সুখবর। আমরা দীর্ঘ সময় অপেক্ষা করছিলাম কবে মাঠে খেলা শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের ম্যাচটি আমাদের সবার জন্য আদর্শ। যারা আয়োজক তারা দেখতে পারেন কিভাবে স্বাস্থ্যবিধি মেনে খেলা শুরু করা যায়। ক্রিকেটাররা দেখতে পারবেন কিভাবে মাঠে নিজেদের পরিচালনা করতে হবে। সব মিলিয়ে এই টেস্ট সিরিজ থেকে অনেক কিছু শেখার আছে।’

প্রায় একই সুর তামিম ইকবালের কন্ঠে,‘ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ অন্য সবার আত্মবিশ্বাস জোগাবে। যদি এ সিরিজ ভালোমতো অনুষ্ঠিত হয় তাহলে অন্যরাও ক্রিকেটারদের মাঠে ফেরাতে উৎসাহিত হবে এবং ম্যাচ আয়োজনে উদ্বুদ্ধ হবে।’

দর্শক হিসেবে মাহমুদউল্লাহ টেস্ট ম্যাচটি উপভোগ করতে চান। টিভির পর্দায় চোখ রাখতে চান শুরু থেকেই। তিনি বলেছেন, ‘আমি বেশ রোমাঞ্চিত। এ মাসের শুরু থেকেই অপেক্ষা করছিলাম কবে খেলা শুরু হবে। ফাইনালি শুরু হচ্ছে। আমি শুরু থেকেই ম্যাচটি দেখব। এটা আমাদের জন্য খুব ভালো খবর। আইসিসি যে নিয়মগুলি করেছে সেগুলি আমরা বুঝতে পারব এই টেস্ট ম্যাচ দিয়ে। পাশাপাশি খেলোয়াড়রা কিভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করেন সেগুলিও বোঝা যাবে।’

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়