ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হাথুরুসিংহে

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হাথুরুসিংহে

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ও টেস্ট মিলিয়ে আট ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। দলের এমন বাজে হারের পরও তরুণ কিছু ক্রিকেটারের পারফরম্যান্সে মু্গ্ধ টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

প্রথমবারের মতো বিদেশ সফরে খেলা কামরুল ইসলাম রাব্বী ও মেহেদী হাসান মিরাজদের পারফরম্যান্সে সন্তুষ্ট হাথুরেসিংহে। নিউজিল্যান্ড সফর করা ৭ তরুণ খেলোয়াড়দের ৫  জনেরই অভিষেক হয়েছে। বিদেশের মাটিতে তাদের এমন অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দিবে বলে জানান তিনি। ভবিষ্যতে দল গঠনে তেমন কোনো বড় পরিবর্তন চান না বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে বাংলাদেশ কোচ জানান, ‘আমি খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট। এই সফর কেবলই সর্বনাশ এবং হতাশারই নয়। নিজেদের তৈরির করার জন্য এখানে বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে। এখানে ঘটে যাওয়া এমন কিছু বিষয় আমি পরিত্যক্ত বলে বাদ দিতে পারব না। এই অভিজ্ঞতা বাংলাদেশর তরুণ ক্রিকেটারদের সহায়তা দিবে। বিশেষ করে যেসব ক্রিকেটাররা ভবিষ্যতে ভালো করতে চায়। রাব্বী এবং মিরাজের মতো খেলোয়াড়রা ইংল্যান্ড সিরিজের চেয়ে এই সিরিজে বেশ কিছু পরির্তন লক্ষ্য করতে পেরেছে। আশা করছি এই শিক্ষা ভবিষ্যতে তাদের বেশ কাজে দেবে।’

বাংলাদেশি ক্রিকেটারদের মানসিক ও শারীরিক বিষয়ের প্রতি ইঙ্গিত দিয়ে হাথুরুসিংহ বলেন, ‘এটা হতাশার যে ওয়লিংটনের মতো ক্রাইস্টচার্চেও আমরা নিজেদের মেলে ধরতে পারিনি। আমরা এখনো মানসিকভাবে যথেষ্ট শক্তিশালী নই।কিংবা আমাদের শারীরিক সক্ষমতারও অভাব রয়েছে। ক্রিকেটে পাঁচদিন খেলার জন্য বেশ ধৈর্য্য মনযোগ দরকার। তবে এটা ঠিক যে আমরা ঘরের মাটিতে নিউজিল্যান্ডের মতো ভালো একটি দলের বিপক্ষে হেরেছি।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়