ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দাউদকান্দিতে প্রকৌশলীকে লাঞ্ছিতকারীদের শাস্তি দাবি আইইবির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দাউদকান্দিতে প্রকৌশলীকে লাঞ্ছিতকারীদের শাস্তি দাবি আইইবির

কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রকৌশলী আহসান আলীকে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লাঞ্ছিতকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।

শুক্রবার (৩ জুলাই) আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ এক বিবৃতিতে এ দাবি জানান।

খন্দকার মনজুর মোর্শেদ বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত দেশ, সেখানে প্রকৌশলীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের উন্নয়নমূলক কাজ অব্যাহত রেখেছেন।  কিন্তু কিছু ঠিকাদার নামধারী বারবার দেশের উন্নয়নমূলক কাজ বন্ধ করার পাঁয়তারা করে চলেছে।  সেই সাথে দেশের মেধাবী সন্তান প্রকৌশলীদের শারীরিক এবং মানসিকভাবে লাঞ্ছিত করছে। যারা এসব করছেন দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রকৌশলী আহসান আলীর কাছে অবৈধ ও অনৈতিক সুবিধা না পেয়ে উল্লেখিত ঠিকদার নামধারীরা প্রকৌশলীর কক্ষ তালা দিয়ে শারিরীক ও মানসিকভাবে লাঞ্ছিত করে।


হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়