ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দাগনভূঞায় ১৬ ওয়ার্ডের ইউপি সদস্যপদে নির্বাচন সম্পন্ন

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দাগনভূঞায় ১৬ ওয়ার্ডের ইউপি সদস্যপদে নির্বাচন সম্পন্ন

ফেনীর দাগনভূঞা উপজেলা সদর ও রামনগর ইউনিয়নের ১৬টি ওয়ার্ডের মেয়াদোত্তীর্ণ ইউপি সদস্যপদে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহন চলে। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। তবে তুলনামূলক নারী ভোটারদের দেখা গেছে বেশি।  

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার কামাল জানান, মেয়াদোত্তীর্ণ দু’টি ইউনিয়নের ১৬ টি ওয়ার্ডে ইউপি সদস্য পদে সোমবার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

এর আগে বিনা প্রতিদ্ধিতায় সদর ইউনিয়নে চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন ও রামনগর ইউনিয়নে মাষ্টার কামাল হোসেন নির্বাচিত হন। এছাড়াও সদর ইউনিয়ের ২ নং ওয়ার্ডে মো: শাহীন ও রামনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আকবর হোসেন সাধারন সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংরক্ষিত ওয়ার্ডে রামনগর ইউনিয়নে পারভীন আক্তার ও সদর ইউনিয়নে রিনা হালিম ও আমেনা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

১৬ ওয়ার্ডে নির্বাচিতরা হলেন সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে হুমায়ুন কবির ৪৬৬ ভোট, ৩ নং ওয়ার্ডে মো: হানিফ ৫২৯ ভোট, ৪ নং ওয়ার্ডে মো: আবুল বাশার ৪৬০ ভোট, ৫নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ ৫৪৯ ভোট, ৬ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম লাভলু ৪৮৬ ভোট, ৭ নং ওয়ার্ডে মো: জসিম উদ্দিন ৩৮৬ ভোট, ৮ নং ওয়ার্ডে আবুল হাসেম ২৫৪ ভোট, ৯ নং ওয়ার্ডে মো: মোবারক হোসেন ৫০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে রামনগর ইউনিয়নে ১নং ওয়ার্ডে মো: আবুল কালাম ৯৯৩ ভোট, ২ নং ওয়ার্ডে স্বপন চন্দ্র পাল ৫০০ ভোট, ৩নং ওয়ার্ডে আতাউর রহমান ৪৭৮ ভোট, ৫ নং ওয়ার্ডে সিদ্দিক উল্যাহ ২৬১ ভোট, ৬নং ওয়ার্ডে মো: সোহেল ১৪৬ ভোট, ৭নং ওয়ার্ডে মো: জামাল উদ্দিন ৪৪৯ ভোট, ৮নং ওয়ার্ডে মো: আবদুল কাদের ৩৩৪ ভোট, ৯ নং ওয়ার্ডে আবু ছুপিয়ান ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ফেনী/সৌরভ পাটোয়ারী/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়