ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দামেস্কের কাছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৯, ২৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দামেস্কের কাছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলের যুদ্ধবিমান কর্তৃক নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রের সম্মুখীন হয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সিরিয়ার সরকারি টেলিভিশন এক সামরিক কর্মকর্তার নাম প্রকাশ না করে তার বরাত দিয়ে বলেছে, মঙ্গলবারের ওই ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার একটি অস্ত্রাগারে আঘাত হানে এবং তিন সৈনিক আহত হন।

সামরিক ওই সূত্র বলে, ‘আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবাননের ওপর থেকে ইসরায়েলের যুদ্ধবিমান কর্তৃক নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রের সম্মুখীন হয় এবং তাদের অধিকাংশ লক্ষ্যে পৌঁছানোর আগেই প্রতিহত করে।’

লেবাননের রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা এর আগে জানায়, ইসরায়েলের যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের ওপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ছে।

প্রথম ক্ষেপণাস্ত্র হামলার প্রায় এক ঘণ্টা পরও দামেস্কের অধিবাসীরা সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক গুলি নিক্ষেপের শব্দ শুনতে পান।

তথ্য : আল জাজিরা

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ ডিসেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়