ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দিনের তুলনায় রাতে শীত বাড়বে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৬, ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনের তুলনায় রাতে শীত বাড়বে

দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে কোথাও কোথাও দুদিন ধরে দেখা সূর্যের মিলছে না।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বিদ্যমান এই শৈত্যপ্রবাহের প্রকোপ আরো প্রবল হওয়ার সম্ভাবনা না থাকলেও এটি অব্যাহত থাকবে।

বুধবার ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, নিকলী ও সীতাকুণ্ডু অঞ্চলগুলোর উপর দিয়ে মৃদূ থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামী ২৪ ঘণ্টা কিছু এলাকায় অব্যাহত থাকবে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এছাড়া আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৭২ ঘণ্টার শেষ দিকে রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

আবহাওয়া দপ্তর আরো জানায়, রাজধানীতে গত দুদিন তাপমাত্রা কিছুটা কমলেও শীতের তীব্রতা তেমন বাড়েনি। শৈত্যপ্রবাহ আরো ব্যাপকভাবে বিস্তৃত হওয়ার শঙ্কা না থাকলেও তিন চার দিন অব্যাহত থাকতে পারে।


ঢাকা/হাসান/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়