ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দিবসটি এলেই প্রিয় স্বজনের স্মরণে আপ্লুত হয় কিশোরগঞ্জবাসী

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৫, ৩ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিবসটি এলেই প্রিয় স্বজনের স্মরণে আপ্লুত হয় কিশোরগঞ্জবাসী

কিশোরগঞ্জ প্রতিনিধি: পঁচাত্তরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় চার নেতা। তাদেরই একজন কিশোরগঞ্জের কৃতিসন্তান সৈয়দ নজরুল ইসলাম।

বছর ঘুরে দিবসটি ফিরে এলেই তাদের এই প্রিয় স্বজনের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয় কিশোরগঞ্জবাসী। বিশেষ করে তার নিজ গ্রাম সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়ার মানুষ। তারা নিজেদের মতো করে নীরবে স্মরণ করেন এই কীর্তিমানকে।

কিশোরগঞ্জ সদর উপজেলার বীরদামপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। সৈয়দ নজরুলের স্মৃতিঘেরা বাড়িতে এখন আর পরিবারের কেউ বসবাস করেন না। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরাই বাড়িটি দেখাশোনা করেন। সংস্কারহীন বাড়িটিতে সৈয়দ নজরুলের স্মৃতিস্মারক বলতে কিছু নেই। অযত্ন-অবহেলার ছাপ পুরো বাড়ি জুড়েই। তবে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা আজও তার কথা স্মরণ করে চোখের পানি ফেলেন। তাকে নিয়ে গর্ব করেন বীরদামপাড়ার মানুষ।

স্থানীয় বাসিন্দারা আবেগে আপ্লুত থাকেন এই দিবসটিতে।  একজন প্রবীণ ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘উনার মত দেশপ্রেমিক খুঁজে পাওয়া যাবে না। তিনি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। কিন্তু এভাবে সবচেয়ে নিরাপদ স্থান জেলখানায় তাকে যেভাবে নৃংশসভাবে খুন করা হয়েছে, সে কথা ভাবতেই আমাদের শরীর শিউরে ওঠে। এই বর্বর হত্যাকান্ডে মদদদাতাদেরও আজ বিচার হওয়া জরুরী।’’

সংশ্লিষ্ট যশোদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন বলেন, কিশোরগঞ্জের যশোদল ইউনিয়নের কৃতি সন্তান সৈয়দ নজরুল ইসলাম। এই মহান দেশপ্রেমিকের জরার্জীণ বাড়িটিকে ঘিরে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হোক, যেখানে তার স্মৃতি, সংগ্রাম ও আত্মত্যাগের বিষয়গুলো মূর্ত হয়ে উঠবে। যা দেখে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।’

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান বলেন, ‘৩রা নভেম্বর কিশোরগঞ্জের সূর্য্সন্তান সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চারনেতার হত্যাকান্ডটি বাঙালী জাতির কাছে একটি কালো অধ্যায়। এই হত্যাকান্ডের পর তৎকালীন সময়ে দেশ স্তব্ধ হয়ে যায় এবং থমকে যায় দেশের অগ্রযাত্রা।’

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, কিশোরগঞ্জে কৃতি সন্তান বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের দ্বিতীয়বারের মতো সরকারিভাবে পালন করা হচ্ছে শাহাদাত বার্ষিকী। গতবছর থেকে এ দিনটি সরকারীভাবে পালিত হচ্ছে। এ উপলক্ষে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

 

 

 

 

রাইজিংবিডি/ কিশোরগঞ্জ/৩ নভেম্বর ২০১৮/রুমন চক্রবর্তী/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়