ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

দিলদারের মামলার পরবর্তী শুনানি ২৫ আগস্ট

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিলদারের মামলার পরবর্তী শুনানি ২৫ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে গর্ভপাতের চেষ্টা, নির্যাতন ও হত্যার হুমকির মামলায় অভিযোগের সত্যতা পায়নি মর্মে প্রতিবেদন দিয়েছে পুলিশ। সেই প্রতিবেদনের বিষয়ে তার পুত্রবধূ নারাজি দেবেন কিনা সেই বিষয়ে শুনানির তারিখ আগামী ২৫ আগস্ট ধার্য করেছেন আদালত।

বুধবার মামলার প্রতিবেদন গ্রহণ সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার বাদী ফারিয়া মাহাবুব পিয়াসা অসুস্থ মর্মে আইনজীবী মোহাম্মদ উল্লাহ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সময় আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ঠিক করেন।

গত ১৭ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. মজিবুর রহমান। দিলদার আহমেদ সেলিম এবং আপন রিয়েল এস্টেটের পরামর্শক ও তত্ত্বাবধায়ক মো. মোখলেসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত ১১ মার্চ দিলদার আহমেদ সেলিমের পুত্রবধূ ফারিয়া মাহাবুব পিয়াসা আদালতে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৯/মামুন খান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়