ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দীর্ঘ বিরতির পর অনুশীলনে বেল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দীর্ঘ বিরতির পর অনুশীলনে বেল

ক্রীড়া ডেস্ক : অ্যাঙ্কেলের অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে রয়েছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার গ্যারেথ বেল। গত ২৯ নভেম্বরের পর থেকে সতীর্থদের খেলা দর্শক হিসেবেই দেখতে হয়েছে তাকে।

তবে ইনজুরির কারণে দীর্ঘ বিরতির পর আবারও অনুশীলনে ফিরেছেন ওয়েলস অধিনায়ক। রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন বেল। চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাদের সঙ্গে দেখা যাবে তাকে। ১৫ ফেব্রুারি ইতালিয়ান ক্লাব নাপোলির মুখোমুখি হবে জিনেদিন জিদানের রিয়াল। এর তিন দিন পর লা লিগায় এস্পানিওলের বিপক্ষেও তাকে মাঠে দেখার প্রত্যাশায় রয়েছেন রিয়াল মাদ্রিদ সমর্থকরা।

অস্ত্রোপচারের পর বলা হয়েছিল এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে থাকা লাগতে পারে বেলের। তবে দ্রুত সুস্থ হয়ে উঠায় ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই মাঠে নামার সুযোগ হচ্ছে তার।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাকে দলে পাওয়ার অপেক্ষায় রয়েছেন ওয়েলস জাতীয় দলের কোচ। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে আগামী মাসে ডাবলিনে রিপাবলিক অব আয়ারল্যান্ডের মুখোমুখি হবে গ্যারেথ বেলের ওয়েলস।



রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়