ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুই দৃশ্যের খরচ দেড় কোটি রুপি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫২, ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই দৃশ্যের খরচ দেড় কোটি রুপি

‘বাহুবলি’ খ্যাত নির্মাতা এস এস রাজামৌলি। তার পরবর্তী সিনেমা ‘ট্রিপল আর’। এতে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ ও জুনিয়র এনটিআর। বিগ বাজেটের এ সিনেমার দুই দৃশ্যের জন্য দেড় শত কোটি রুপি ব্যয় হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

একটি সূত্র বলেন, ‘‘ট্রিপল আর’ একটি বড় বাজেটের সিনেমা। এর বাজেট ৩৫০-৪০০ কোটি রুপি। কিন্তু এর দুটি অ্যাকশন দৃশ্যের জন্যই খরচ হচ্ছে দেড় শত কোটি রুপি।’’

রাম চরণ ছাড়াও ট্রিপল আর সিনেমায় অভিনয় করছেন জুনিয়র এনটিআর। এছাড়া আছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন।

‘ট্রিপল আর’ সিনেমার প্রেক্ষাপট ১৯২০ সাল। কমারাস ভীমা (জুনিয়র এনটিআর) ও আলুরি সীতারামা রাজু (রাম চরণ) নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে সিনেমার গল্প তৈরি। চারটি ভাষায় সিনেমাটির শুটিং চলছে। তবে দশটির বেশি ভাষায় এটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। ২০২০ সালের ৩০ জুলাই সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়