ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দুই বছর পর জিম্বাবুয়ে দলে মিরে

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই বছর পর জিম্বাবুয়ে দলে মিরে

সলোমন মিরে

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

প্রায় দুই বছর পর দলে ফিরেছেন অলরাউন্ডার সলোমন মিরে। ১০টি ওয়ানডে খেলা মিরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০১৫ বিশ্বকাপে।

চোট কাটিয়ে দলে ফিরেছেন টেন্ডাই চাতারা। দলে নতুন মুখ দুজন- বাঁহাতি ব্যাটসম্যান রায়ান বুর্ল ও অলরাউন্ডার নাথান ওয়ালার।

আগামী ১৬ ফেব্রুয়ারি হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে জিম্বাবুয়ে-আফগানিস্তান। একই মাঠে পরের চারটি ম্যাচ যথাক্রমে ১৯, ২১, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি।

জিম্বাবুয়ে দল:
গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), পিটার মুর, রায়ান বুর্ল, তারিসাই মুসাকান্দা, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, এল্টন চিগুম্বুরা, ওয়েলিংটন মাসাকাদাজা, ডোনাল্ড তিরিপানো, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার পোফু, নাথান ওয়ালার, ক্রেইগ আরভিন, সলোমন মিরে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়