ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুদকের মামলায় হাসপাতালের স্টোরকিপার গ্রেপ্তার

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ২১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুদকের মামলায় হাসপাতালের স্টোরকিপার গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি : সরকারি ওষুধ আত্মসাতের মামলায় সাতক্ষীরা সদর হাসপাতালের স্টোরকিপার ফজলুল হককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার সকালে সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গী এলাকার নিজ বাড়ি থেকে ফজলুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায় দুদকের দল।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ জানান, প্রায় ১১ লাখ টাকার সরকারি ওষুধ আত্মসাতের অভিযোগে ফজলুল হকের বিরুদ্ধে দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহতাব উদ্দিন সম্প্রতি একটি মামলা করেন। ফজলুল হককে সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।



রাইজিংবিডি/সাতক্ষীরা/২১ মে ২০১৭/এম. শাহীন গোলদার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়