ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

দুর্নীতি দুর্নীতিই : কাদের

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ১৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্নীতি দুর্নীতিই : কাদের

জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : দুর্নীতি দুর্নীতিই, একে অন্যভাবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্নীতি নিয়ে দুদক চেয়ারম্যানের করা এক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এ কথা বলেন তি‌নি।

ওবায়দুল  কাদের বলেন, ‘দুর্নীতিকে দুর্নীতি হিসেবেই দেখব।  সরল বিশ্বাস বলতে (দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান) তিনি কী বুঝাতে চেয়েছেন, তা আমাকে জানতে হবে। তবে দুর্নীতি দুর্নীতিই। এটা অন্যভাবে দেখার উপায় নেই।’

উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হ‌বে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,  ‘কোনো সাংগঠনিক ব্যবস্থা যত কঠিনই হোক না কেন, আমরা প্রথমে কারণ দর্শাতে বলি। তিন সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে হবে কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না। সহযোগীদের মধ্যে যারা বিদ্রোহে ছিল বা সহায়তা করেছে তাদের সংশ্লিষ্ট সংগঠন থেকে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

বিএনপির সাংগঠনিক কাজে সরকার বাধা দিচ্ছে ব‌লে দল‌টির অভিযোগ বিষয়ে কাদের বলেন, ‘বিএনপির কোথাও কোনো সভায় পুলিশ বাধা দেয়নি। সবখানে তারা সভার অনুমতি পেয়েছে।  সরকারের বিরুদ্ধে কল্পিত অভিযোগ ছাড়া বিএনপির কিছু নেই।’

বন্যা মোকাবেলায় দল ও সরকারের ভুমিকা নিয়ে তি‌নি বলেন, ‘আজকেও জামালপুর ও গাইবান্ধায় আমাদের প্রতিনিধি গিয়েছে। আমাদের টিম বন্যাদুর্গত এলাকায় যাচ্ছে।  সরকারও আন্তরিক, ব্যবস্থা নিচ্ছে।’

জাতীয় পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কা‌দের বলেন, ‘জাতীয় পার্টি প্রধান বিরোধী দল, সংসদে  অনেকগুলো আসন আছে। রাজনীতিতে তারাই টিকে থাকবে যারা সময়োপযোগী রাজনীতির চর্চা করবে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ।


রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৯/রেজা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়