ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

'দেখভাল নয়, ডিসিদের সহযোগিতা চেয়েছে দুদক'

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৭, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
'দেখভাল নয়, ডিসিদের সহযোগিতা চেয়েছে দুদক'

নিজস্ব প্রতিবেদক : দুদকের কার্যক্রম দেখভাল নয়, দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ কথা বলেছেন।

গণমাধ্যমে বিষয়টি পরিষ্কার করার পরও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বিবৃতি অপ্রত্যাশিত বলে মনে করে দুদক।

শুক্রবার ১৯ জুলাই রাতে প্রতিষ্ঠানটির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার বিকেলে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় টিআইবি।

দুদক জানায়, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের বক্তব্য দিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ‘দুদকের কার্যক্রমের দায়িত্ব ডিসিদের দেওয়ায় টিআইবির উদ্বেগ’ কমিশনের দৃষ্টিগোচর হয়েছে।

দুদকের বিজ্ঞপ্তিতে বলা আরো বলা হয়েছে, প্রকৃতপক্ষে ডিসি সম্মেলনে দুদক চেয়ারম্যান দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন।

এ বিষয়ে কমিশনের বক্তব্য গতকালই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। তারপরও টিআইবির এ বিবৃতি অপ্রত্যাশিত। টিআইবির বিবৃতি দেওয়ার আগে সত্যতা যাচাই করা সমীচীন।

দুদক আরো জানায়, প্রতিরোধমূলক কাজে কমিশন টিআইবিসহ বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বিএনসিসি, রোভার স্কাউটসের সহযোগিতাও গ্রহণ করছে। এমনকি এ বিষয়ে টিআইবির সঙ্গে কমিশনের সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়েছে। শুধু জেলা প্রশাসক নয়, দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণমূলক কাজে জেলা পর্যায়ের অন্যান্য দপ্তর থেকেও সহযোগিতা নেওয়া হয়ে থাকে।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই  ২০১৯/এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়