ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেখে নিন ফেসবুক আপনি কত সময় ব্যয় করেন

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ৫ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেখে নিন ফেসবুক আপনি কত সময় ব্যয় করেন

মোখলেছুর রহমান : ফেসবুক ও ইনস্টাগ্রাম- উভয়ই সম্প্রতি তাদের ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচারের ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে অ্যাপ দুটির ব্যবহারকারীরা এখন থেকে জানতে পারবেন যে তারা ফেসবুক ও ইনস্টাগ্রামে ঠিক কত সময় ব্যয় করছেন।

এক অফিসিয়াল ব্লগ পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফিচারটি খুব শিগগির ফেসবুক ও ইনস্টাগ্রাম-উভয় অ্যাপেই চালু হচ্ছে। এ প্রতিবেদনে উভয় প্ল্যাটফর্মের জন্যই এই নতুন ফিচারটি ব্যবহারের একটি বিস্তারিত গাইডলাইন তুলে ধরা হলো।

ফেসবুকে কত সময় ব্যয় করছেন তা যেভাবে চেক করবেন:
১. প্রথমে আপনার ফেসবুক অ্যাপটিতে প্রবেশ করুন
২. তারপর অ্যাপটির সেটিংস পেজে যান
৩. ‘ইওর টাইম অন ফেসবুক’ এই অপশনটিতে ক্লিক করুন
৪. এবার আপনি যে ডিভাইস দিয়ে ফেসবুকে লগইন করেছেন সে ডিভাইসে আপনার ব্যয়িত সময়ের গড় সহ একটি বার গ্রাফ দেখতে পাবেন
৫. এক দিনে ফেসবুকে আপনার ব্যয় করা মোট সময় দেখতে যেকোনো একটি বারে ট্যাপ করুন
৬. যদি আপনি চান, তাহলে ডেইলি রিমাইন্ডার সেট করতে পারবেন। রিমাইন্ডারে আপনার উল্লেখ করা সময়ের চেয়ে বেশি সময়ে ফেসবুক ব্যবহার করতে গেলেই ফেসবুক আপনাকে একটি নোটিফিকেশনের মাধ্যমে তা অবহিত করবে।



ইনস্টাগ্রা
মে কত সময় ব্যয় করছেন তা যেভাবে চেক করবেন:
১. প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাপটিতে প্রবেশ করুন
২. তারপর অ্যাপটির সেটিংস পেজে যান
৩. ‘ইওর অ্যাক্টিভিটি’ এই অপশনটিতে ক্লিক করুন
৪. আপনি যে ডিভাইস দিয়ে ইনস্টাগ্রামে লগইন করেছেন সে ডিভাইসে আপনার ব্যয়িত সময়ের গড় সহ একটি বার গ্রাফ দেখতে পাবেন
৫. এবার এক দিনে ইনস্টাগ্রামে আপনার ব্যয় করা মোট সময় দেখতে যেকোনো একটি বারে ট্যাপ করুন
৬. যদি আপনি চান, তাহলে ডেইলি রিমাইন্ডার সেট করতে পারবেন। রিমাইন্ডারে আপনার উল্লেখ করা সময়ের চেয়ে বেশি সময়ে ফেসবুক ব্যবহার করতে গেলেই ফেসবুক আপনাকে একটি নোটিফিকেশনের মাধ্যমে তা অবহিত করবে।

তবে মনে রাখতে হবে যে, এই ফিচারটি আপনি যে ডিভাইস দিয়ে অ্যাপ ব্যবহার করবেন শুধুমাত্র সেই ডিভাইসের জন্যই আপনার মোট ব্যয় করা সময় প্রদর্শন করবে। এক্ষেত্রে আপনার স্মার্টফোন, ট্যাবলেট বা ডেস্কটপ সহ সমস্ত ডিভাইসগুলোতে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ব্যয় করা মোট সময় একসঙ্গে দেখাবে না।

এছাড়াও কোম্পানিটি খুব শিগগির ‘মিউট পুশ নোটিফিকেশন’ নামে আরো একটি নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে, যার মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট সময়ের জন্য অ্যাপ দুটির নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারবে। এতে করে ব্যবহারকারীদের অনেক সময়ও বাঁচবে।

তথ্যসূত্র : গ্যাজেটস নাউ




রাইজিংবিডি/ঢাকা/৫ আগস্ট ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়