ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দেশে ফিরেছে বাংলাদেশ দল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ২৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে ফিরেছে বাংলাদেশ দল

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

অকল্যান্ড ও সিঙ্গাপুর হয়ে বুধবার রাত পৌনে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দলকে বহনকারী বিমান।

চোটে পড়ে টেস্ট দলের তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, মুমিনুল হক ও ইমরুল কায়েস আগেই দেশে ফিরে আসেন। বুধবার ফিরলেন টেস্ট দলের বাকি সদস্যরা।

এবারের নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট- আটটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। ব্যর্থ একটি সফর শেষে দেশে ফিরে অবশ্য মাত্র ৪ দিন বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন টাইগারা।

আগামী ৩০ জানুয়ারি ভারত সফরের জন্য প্রাথমিক ক্যাম্পে যোগ দেবেন তারা। ২ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন মুশফিক-তামিমরা। ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে হায়দরাবাদে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়