ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দল ফিরলো ঢাকায়, এসেছেন কোচও

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ৪ মে ২০২১   আপডেট: ১৭:৪৭, ৪ মে ২০২১
দল ফিরলো ঢাকায়, এসেছেন কোচও

ক্যান্ডিতে দুই টেস্টের সিরিজ শেষ হওয়ার পর আর শ্রীলঙ্কায় বসে থাকেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার (৩ মে) দ্বিতীয় ম্যাচের শেষ দিন ২০৯ রানে হারেন মুমিনুল হকরা। পরের দিন মঙ্গলবার (৪ মে) দেশের মাটিতে পা রাখলেন তারা। দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার কথা থাকলেও যাননি কোচ রাসেল ডমিঙ্গো।

ক্রিকেটাররা এখন নিজ নিজ বাসায় তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবেন। বাংলাদেশের ক্রিকেট দলের দেশে ফেরার বিষয়টি মুঠোফোনে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান, ‘বাংলাদেশকে বহনকারী বিমান ৩টা ২৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। ক্রিকেটাররা বিমানবন্দর থেকে সারাসরি বাসায় চলে গেছেন। তারা নিজে বাসাতেই হোম কোয়ারেন্টাইন করবেন।’

শ্রীলঙ্কা থেকে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল ডমিঙ্গোর। কিন্তু দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতি ও বাংলাদেশ সরকারের দেওয়া ১৪ দিনের কোয়ারেন্টাইন নীতির কারণে দেশে ফেরা হয়নি কোচের। এজন্য দলের সঙ্গে শ্রীলঙ্কা থেকে ফিরেছেন তিনিও।

দেশে গেলে ডমিঙ্গোকে বাংলাদেশে ফিরে কোয়ারেন্টাইন করতে হতো। তাতে করে শ্রীলঙ্কা সিরিজে তাকে পাওয়া যেতো না। বিষয়টি মাথায় নিয়ে দক্ষিণ আাফ্রিকায় যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন তিনি।

ক্যান্ডির প্রথম ম্যাচটি নিষ্প্রাণ উইকেটে ড্র হয়। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারে বাংলাদেশ। ১-০ তে সিরিজ হারের এই দুঃখ তারা কাটিয়ে ওঠার সুযোগ পাচ্ছে। এই মাসের শেষ দিকে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

টেস্ট খেলে আসা ক্রিকেটাররা ৭ মে থেকে এই সিরিজের জন্য অনুীশলনে যোগ দেবেন। চলবে ৯ মে পর্যন্ত। ঈদের ছুটি শেষ হবে ১৭ মে পর্যন্ত। ফের অনুশীলনে নামবে তারা। আগামী ২৩,২৫ ও ২৭ মে তিনটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় হবে।

আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজ। তিনটি ম্যাচে বরাদ্দ ৩০ পয়েন্ট।

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়