ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘দেশের মানুষ হরতালকারীদের লজ্জা দিয়েছে’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেশের মানুষ হরতালকারীদের লজ্জা দিয়েছে’

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালকে সমর্থন না করে হরতালকারীদের দেশের মানুষ চরমভাবে লজ্জা দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালের প্রতিবাদে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘হরতাল ডাকার পর সবকিছু স্বাভাবিক রয়েছে। অফিস, আদালত খোলা, পরিবহন চলছে। যারা হরতাল ডেকেছে তাদের দেশের মানুষ প্রতিহত করেছে, হরতাল প্রত্যাখ্যান করেছে।’

তিনি আরো বলেন, ‘গ্যাসের দামবৃদ্ধির কারণে হরতাল ডাকা হয়েছে। অথচ যারা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করতে গিয়ে ২ হাজার থেকে ৩ হাজার টাকা খরচ করে তাদের পাশে না দাঁড়িয়ে যারা সুবিধাভোগী তাদের পাশে দাঁড়িয়েছে হরতালকারীরা।’

হাছান মাহমুদ বলেন, ‘পাশের দেশ ভারত, পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গ্যাস ও বিদ্যুতের দাম অনেক কম, পারলে খোঁজ নিয়ে দেখুন। এখন মানুষের মাথাপিছু আয় আগের চেয়ে অনেক বেশি। শ্রমিকের বেতন বেড়েছে, সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে, সকল পেশাজীবীদের বেতন বেড়েছে। সবকিছুর তুলনায় এখন গ্যাসের যে দামবৃদ্ধি হয়েছে তা অবশ্যই সামঞ্জস্যপূর্ণ।

হরতালকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই। অথচ বিএনপি ও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে আপনারা সুর মিলিয়ে কথা বলছেন। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে দয়া করে কথা বলবেন না। পরামর্শ থাকলে সরকারকে দিন, সরকার তা বিবেচনা করবে।’

মানববন্ধনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি হাসিবুর রহমান মানিক সভাপতিত্ব করেন।




রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৭/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়