ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশের হয়ে ট্রফি নিয়ে মাঠে দৌড়াতে চান ইয়াসির

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৪, ২৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশের হয়ে ট্রফি নিয়ে মাঠে দৌড়াতে চান ইয়াসির

আব্দুল্লাহ এম রুবেল: বিসিএলের তৃতীয় রাউন্ডে খুলনায় ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ৭৩৫ রানের বিশাল সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে ইসলামী ব্যাংক ইস্ট জোন।

ইনিংসে একটি ডাবল সেঞ্চুরি আর তিনটি সেঞ্চুরি করেছেন ইসলামী ব্যাংকের ব্যাটসম্যানরা। শেষদিকে অলক কপালির সাথে লম্বা জুটি গড়েছেন ইয়াসির আলী। সপ্তম উইকেট জুটিতে তারা করেছেন ২২১ রান। ম্যাচের প্রায় দুই দিনই ইসলামী ব্যাংক ব্যাট করলেও এখনও জয়ের কথা ভাবছেন ইয়াসির আলী। এমন রেকর্ডের অংশ হতে পেরেও নিজেকে ভাগ্যবান মনে করছেন চট্টগ্রামের এই ক্রিকেটার।

নিজের রেকর্ড আর সেঞ্চুরি আগামীতে আরও পরিনত করবে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আলহামদুল্লিাহ, আমরা ভালো খেলেছি। রেকর্ডের ভাগিদার হওয়াটা সৌভাগ্যের। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। আগামীতে এই শতক আমাকে আরও পরিনত করবে।’

এত বড় ইনিংস শুধুই রেকর্ডের জন্য করেনি তারা। এটা নিয়ে তিনি বলেন, ‘আমাদের গেম প্ল্যানই ছিলো যতক্ষণ সম্ভব উইকেটে ব্যাট করার। কারণ এটি ব্যাটিং সহায়ক উইকেট। আমরা শুধু পরিকল্পনা মাফিক ব্যটিং করেছি।’

এই পরিকল্পনায় ম্যাচ জেতা সম্ভব কি না জানতে চাইলে ইয়াসির আলী বলেন, ‘আমরা ম্যাচটা জিততেই চাই। আমরা ভালো রান করেছি। এখন বোলাররা পরিকল্পনা মাফিক বল করতে পারলেই ম্যাচটা আমরা জিতবো ইনশাআল্লাহ।’

বাংলাদেশের হয়ে আইসিসির একটি ট্রফি নিয়ে মাঠে দৌড়ানোর স্বপ্ন ইয়াসিরের। স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি চট্টগ্রামের ছেলে। ছোটবেলায় আইসিসি ট্রফিতে আকরাম খানের নেতৃত্বে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে দেখেছি। তখন থেকেই আমার স্বপ্ন বড় ক্রিকেটার হবো। দেশের জন্য আইসিসির কোন একটি ট্রফি জিতে মাঠে ট্রফি নিয়ে দৌড়াবো। নিজেকে সেভাবেই তৈরী করছেন তিনি।

 

 

রাইজিংবিডি/খুলনা/ ২৩ জানুয়ারি ২০১৮/রুবেল/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়