ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শুভাগতর ঘূর্ণিতে ম্যাচে ফিরল ওয়ালটন

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৯, ২৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুভাগতর ঘূর্ণিতে ম্যাচে ফিরল ওয়ালটন

শুভাগত হোম (ছবি: আব্দুল্লাহ আল মামুন)

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে লড়ছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইষ্ট জোন।

স্কোর: ওয়ালটন সেন্ট্রাল জোন ২২৪/১০

       ইসলামী ব্যাংক ইষ্ট জোন ৩৬৭/১০  

       ১৪৩ রানের লিড ইষ্ট জোনের 

লিটনের ব্যাটিংয়ের একটি মুহূর্ত
 

শুভাগতর ৫ উইকেট: বল হাতে একাই ৫ উইকেট নিলেন ওয়ালটন সেন্ট্রাল জোনের স্পিনার শুভাগত হোম। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে চতুর্থবারের মত পাঁচ উইকেটের স্বাদ পেলেন ডানহাতি এ স্পিনার। তার স্পিন ভেল্কিতে ৩৬৭ রানে প্রথম ইনিংস শেষ করে ইসলামী ব্যাংক ইষ্ট জোন। ১৪৩ রানের লিড পেয়েছে তারা। শুভাগতর পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়েছেন তাইবুর রহমান। ১টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শরীফ ও শহীদুল ইসলাম।  

তাইবুরের ব্রেক থ্রু: অবশেষে থামলেন লিটন কুমার দাস। স্পিনার তাইবুর রহমানের বলে আব্দুল মজিদের হাতে ক্যাচ দেন ডাবল সেঞ্চুরিয়ান লিটন। আউট হওয়ার আগে ২১৯ রান করেন ডানহাতি এ ওপেনার। অনেকটা ওয়ানডে স্ট্যাইলে ব্যাটিং করেছেন লিটন। ২৪১ বলে ২৬ চার ও ৪ ছক্কায় ২১৯ রান করেন লিটন। একই ওভারে সাকলায়েন সজীবকে ফিরিয়ে ওয়ালটনকে সাফল্য এনে দেন তাইবুর। 

লিটনের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি:  প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন লিটন কুমার দাস।  এর আগে প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে তার সর্বোচ্চ রান ছিল ১৭৫। চা-বিরতির আগে ১৯৮ রানে অপরাজিত ছিলেন লিটন। বিরতির পরপরই অনন্য এক মাইলফলকে নিজের নাম তুলেন। ২২১ বলে ২৪ চার ও ৪ ছক্কায় ডাবল সেঞ্চুরির দেখা পান লিটন।



বল হাতে দূর্বার শুভাগত: বল হাতে এক স্পেলেই ইসলামী ব্যাংক ইষ্ট জোনের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিচ্ছেন ওয়ালটন সেন্ট্রাল জোনের স্পিনার শুভাগত হোম। চার উইকেট নিয়ে ওয়ালটনকে ম্যাচে ফিরিয়ে এনেছেন শুভাগত। তাসামুল ও অলোক কাপালিকে সাজঘরে ফেরানোর পর এক ওভারে ইয়াসির আলী ও সাইফউদ্দিনের উইকেট নেন ডানহাতি এ অফস্পিনার। 

শুভাগতর বলে আউট তাসামুল: তৃতীয় উইকেটে তাসামুলকে সঙ্গে নিয়ে ১২৬ রানের জুটি গড়েছিলেন লিটন। সেঞ্চুরিয়ান লিটনের সঙ্গে তাল মিলিয়ে দারুণ দেখাচ্ছিলেন তাসামুল হকও। কিন্তু তাকে বেশিদূর এগুতে দেননি স্পিনার শুভাগত হোম। ৩৮ রানে তাসামুল শুভাগতর বলে এলবিডাব্লিউর শিকার হন।  ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান অলোক কাপালিকেও আউট করেন ডানহাতি এ অফস্পিনার। ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেনি অলোক।  


ইষ্ট জোনের লিড: দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতির পরপরই ওয়ালটন সেন্ট্রাল জোনের করা ২২৪ রান টপকে যায় ইসলামী ব্যাংক ইষ্ট জোন। ব্যাট হাতে ইষ্ট জোনকে নেতৃত্ব দিচ্ছেন সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস। তৃতীয় উইকেটে তাকে সঙ্গ দিচ্ছেন তাসামুল হক। 

তানভীরকে চার মেরে লিটনের সেঞ্চুরি: লেগ স্পিনার তানভীর হায়দারের বলে বাউন্ডারি মেরে তিন অঙ্কের মাইলফলক ছুঁয়েছেন লিটন কুমার দাস। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে এটি তার নবম সেঞ্চুরি। ডানহাতি এ ব্যাটসম্যানের ব্যাটে ভর করে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে বড় সংগ্রহের পথে ইসলামী ব্যাংক ইষ্ট জোন। 

শহীদুলের সাফল্য: তরুণ পেসার শহীদুল ইসলামের বলে আউট জাকির হাসান। ডানহাতি পেসারের বলে উইকেটের পিছনে জাকির আলী অনিকের হাতে ক্যাচ দেন জাকির হাসান।  

ওয়ালটনকে সাফল্য এনে দিলেন শরীফ: ব্যাট হাতে দ্যূতি ছড়ানো শরীফ বল হাতে ওয়ালটনকে সাফল্য এনে দিলেন। ইসলামী ব্যাংকের ওপেনার মেহেদী মারুফকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন ডানহাতি এ পেসার। ৪১ রানে শরীফের বলে শুভাগত হোমের হাতে ক্যাচ দেন মেহেদী মারুফ।



বোলিংয়ে মোহাম্মদ শরীফ, ব্যাটিংয়ে মেহেদী মারুফ
 

প্রথম দিন: টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ২২৪ রানে গুটিয়ে যায় ওয়ালটন সেন্ট্রাল জোন। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক মোশাররফ হোসেন রুবেল। ৪৪ রান আসে মোহাম্মদ শরীফের ব্যাট থেকে। বল হাতে ইসলামী ব্যাংক ইষ্ট জোনের হয়ে ৫ উইকেট নেন পেসার আবু জায়েদ রাহী।  ২টি করে উইকেট নেন ইবাদত হোসেন ও সাকলায়েন সজীব।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়