ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর শপথ নিলেন মোদি

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর শপথ নিলেন মোদি

শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদি।

গত ২৩ মে ঘোষিত জাতীয় নির্বাচনে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর আজ সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে ফের প্রধানমন্ত্রীর শপথ নেন তিনি। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের নেতা, রাজনীতিবিদ, শিল্পপতি, তারকা ও বিখ্যাত লোকজনসহ প্রায় ৮ হাজার লোক সেখানে উপস্থিত ছিলেন। এ সময় মোদির নতুন সরকারের প্রায় ৫০ জন মন্ত্রীও শপথ নেন।

৬৮ বছর বয়সি মোদি যখন শপথ গ্রহণের জন্য মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন উপস্থিত দর্শকরা ‘মোদি’, ‘মোদি’ স্লোগানে মুখরিত করে তোলেন ওই এলাকা।


নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত লোকজন

নরেন্দ্র মোদির নতুন সরকারের সবচেয়ে বড় চমক হলো বিজেপি প্রধান অমিত শাহের মন্ত্রিত্ব গ্রহণ।  ৫৪ বছর বয়সি অমিত শাহকে চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একটির দায়িত্ব দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। গত দুই দশক ধরে মোদির আস্থার জায়গা হয়ে আছেন অমিত শাহ।

মোদির নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি এমন বড় মুখগুলোর মধ্যে রয়েছেন গত সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।  এ ছাড়া, রাজ্যবর্ধন রাঠোর, জয়ন্ত সিনহা, জেপি নাদ্দা ও অনন্ত হেজও রয়েছেন বাদপড়াদের তালিকায়।



রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়