ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার নির্দেশ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : দ্রুততম সময়ে মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার রাজধানীতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ভবনে জেনারেল ম্যানেজার সম্মেলনে এ নির্দেশ দেন তিনি।

সম্মেলনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশে নসরুল হামিদ বলেন, ‘গ্রাহক বিদ্যুতের জন্য আবেদন করার একদিনের মধ্যে আবাসিক সংযোগ দিতে হবে। অন্যান্য সংযোগ দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে। শিল্প সংযোগ ২৮ দিনের মধ্যে দেওয়ার নির্দেশনা থাকলেও তা আরো কম সময়ের মধ্যে দিতে সচেষ্ট থাকবেন। অপ্রয়োজনীয় কাগজপত্র চেয়ে গ্রাহকদের হয়রানি করবেন না।’

তিনি আরো বলেন, ‘আত্মবিশ্বাস নিয়ে শতভাগ বিদ্যুতায়নের সিংহভাগ কাজ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে আপনারাই করছেন। এ কাজে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ আপনাদেরকেই নিতে হবে। এমনভাবে পরিকল্পনা করুন মানুষ যাতে আপনাদের আলোদাতা হিসেবে সম্মান করে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সেরা জেনারেল ম্যানেজার নির্বাচিত হওয়ায় মানিকগঞ্জ-১ সমিতির জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমান এবং সেরা প্রকল্প পরিচালক হিসেবে আব্দুর রহিম মল্লিককে পুরস্কার দেওয়া হয়।

জেনারেল ম্যানেজার সম্মেলনে সংযোগ সহজীকরণ, কর্মক্ষমতা মূল্যায়ন, সেবা বৃদ্ধি, সিস্টেমলস হ্রাস, লোড ব্যবস্থাপনা ইত্যাদিসহ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৭৯টি সমিতির মাধ্যমে ১ কোটি ৭৮ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে। শতভাগ বিদ্যুৎ দিতে হলে ২ কোটি ৫০ লাখ গ্রাহককে সংযোগ দিতে হবে। ডিসেম্বর ২০১৮ সালের মধ্যে এ লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এ পর্যন্ত ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৭/আসাদ/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়