ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আ.লীগের ধান কাটা কর্মসূচিকে যেভাবে দেখছে বিরোধী দলগুলো

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৩, ২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আ.লীগের ধান কাটা কর্মসূচিকে যেভাবে দেখছে বিরোধী দলগুলো

করোনা পরিস্থিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের ধান কাটতে সহায়তা করছে সরকারি দলের নেতাকর্মীরা। পিছিয়ে নেই বিরোধীদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও। অনেকে বাঁকা চোখে দেখলেও বিষয়টিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাধুবাদ জানিয়েছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রাইজিংবিডিকে বলেন, ‘বিষয়টিকে সাধুবাদ জানাই। করোনাভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতিতে যেভাবেই হোক কৃষকের পাশে দাঁড়ানো উচিত। আমদের দলের নেতা-কর্মীরাও ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিচ্ছেন।  যে যেভাবে পারছেন ব্যক্তিগত তহবিল থেকে অসহায়দের সাহায্য সহযোগিতা করছেন। এই সহযোগিতা অব্যাহত রয়েছে।’

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন রাইজিংবিডিকে বলেন, ‘ছাত্রলীগের এই উদ্যোগ যদি সত্যিকার কৃষকের জন্য হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয়, তাহলে সাধুবাদ জানানো উচিত।’
 


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, ‘সরকারি দলের পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীরাও কৃষকের পাশে দাঁড়িয়েছেন। কৃষকদের এখন দুঃসময়। এমন বিপদের সময়ে সহযোগিতা করে মহাজোটের নেতাকর্মীরা মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।  পার্টির চেয়ারম্যানের নির্দেশে আমরাও নিজ নিজ এলাকায় ধানকাটা কর্মসূচি চালিয়ে যাচ্ছি।’

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন বলেন, ‘সরকার চাইলে প্রণোদনা দিয়ে, ধান মাড়াইয়ের মেশিন কিনে দিয়ে কৃষকদের স্থায়ীভাবে সহায়তা করতে পারে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্ররায় বলেন, ‘যারা ধান কাটতে গেছেন তারা রাজনৈতিক কর্মী। ধান কাটায় অভ্যস্ত নন এমন কাউকে দিয়ে কতটুকু ধান কাটা যাবে, এতে কৃষকের কী উপকার হবে?’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) এম এ সামাদ বলেন, ‘একটি ধান কাটা-মাড়াইয়ের মেশিন দিয়ে একশ শ্রমিকের কাজ করা যায়।  এ ধরনের মেশিন দিতে পারলে কৃষকের স্থায়ী সমাধান হয়ে যায়।  তা না করে বরং ধান কেটে সেলফি তোলাতেই নেতাদের আগ্রহ বেশি।’

আলোচনা বা সমালোচনা যাই হোক না কেনো, দেশব‌্যাপী বোরো ধান সংগ্রহে এই মুহূর্তে কৃষকের পাশে থাকাই সবচেয়ে বেশি দরকার। দেশের এই দুর্যোগকালে খাদ‌্যশস‌্য সংগ্রহে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।  তাই এখন দলমত নির্বিশেষে সবাইকে কৃষকের পাশে দাঁড়াতে হবে বলে মনে করছেন নেতাদের অনেকেই।

 

সনি/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়