ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নজরুল ইসলামের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ৩ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নজরুল ইসলামের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় সৈয়দ নজরুল ইসলামের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শোক শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার ব্রিজ সংলগ্ন স্থানে গিয়ে শেষ হয়।

পরে এক শোক সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এ সময় ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জেল হত্যাকাণ্ড ও জাতীয় চারনেতার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ডকুমেন্টরি প্রদর্শন এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।



রাইজিংবিডি/কিশোরগঞ্জ/৩ নভেম্বর ২০১৮/রুমন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়