ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নজরে আনতে গরুর গলায় মালা-ঘণ্টা

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩১, ৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নজরে আনতে গরুর গলায় মালা-ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক : কোরবানি গরু ছোট হোক বা বড় তাকে একটু সাজাবে না এটাতো হয়না।এজন্য গরু কেনার আগে বা গরু কেনার পরে ক্রেতা ও বিক্রেতারা বিভিন্ন ধরনের মালা কিনে গরুর গলায় পরিয়ে নিয়ে যাচ্ছে।

গায়ের রঙ যেমনই হোক, কোরবানির পশুটি একটু সাজিয়ে নিলে তা ক্রেতার চোখে পড়বে সহজেই। আর ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতেই গরুর ব্যাপারীরাও মালা কিনে সাজাচ্ছে তাদের গরুটি।

আবার গরুকে রঙিন দড়ি দিয়ে বাঁধতেও দেখা গেছে রাজধানীর সব থেকে বড় পশুর হাট গাবতলীতে।

গাবতলী গরুর হাটে ঢুকে ডান দিকে গেলেই দেখা যায়, সোজা লাইনে বেশ কয়েকটি মালা ও ঘণ্টার দোকান। দোকানের সামনে সুন্দর করে সাজিয়ে রেখেছেন বিভিন্ন ধরনের মালা, ছোট-বড় ঘণ্টা। নানা আকারের ঘণ্টা বিক্রি করা হচ্ছে। বিভিন্ন রঙের কাগজ ও কাপড়ের মালাও রয়েছে দোকানে।

প্রকারভেদে প্রতিটা ঘণ্টার দাম ২৫০ টাকা থেকে ৩০০ টাকা। আর মালা বিক্রি হচ্ছে মানভেদে ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩৫০ টাকা পর্যন্ত।

গরু কেনার পর ক্রেতারা যেন গরু সামলাতে পারে এজন্য লাঠিও বিক্রি করা হচ্ছে। প্রতিটির দাম রাখা হচ্ছে ২০ থেকে ২৫ টাকা।

গাবতলী পশুর হাটে মালা ব্যবসায়ী মোহাম্মদ হামিদ বেপারী রাইজিংবিডিকে বলেন, ‘গরুর ব্যাপারীরা তাদের গরুর প্রতি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য মালা বা ঘণ্টা কেনেন। এর পাশাপাশি আমরা জরি ও সরিষার তেল বিক্রি করছি। এগুলো গরুর মাথায় ও শিংয়ে লাগায়। তাতে গরুর সৌন্দর্য বাড়ে।’

বিক্রি কেমন হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে। গরু বিক্রি মাত্র শুরু হয়েছে আশা করি আগামী ২ দিনে বিক্রি আরো বাড়বে।’

গরুর ব্যাপারীরা বলেন, ‘গরু সাজিয়ে রাখলে দাম ভালো পাওয়া যায়। বিশেষ করে ক্রেতার সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তারা সেটি বেশি পছন্দ করে।’

 

রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৯/হাসিবুল/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়