ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নতুন এডিপি ১ লাখ ৬৪ হাজার কোটি টাকা

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ১৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন এডিপি ১ লাখ ৬৪ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য ১ লাখ ৬৪ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে সরকার।

রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে নতুন এই এডিপি অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এই তথ্য জানান।

মন্ত্রী জানান, নতুন এডিপিতে সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়ার লক্ষ্য রয়েছে ৯৬ হাজার ৩৩১ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ১০ হাজার ৭০০ কোটি টাকা। এর বাইরে বিদেশি উৎস থেকে সংগ্রহ করার লক্ষ্য থাকছে ৫৭ হাজার কোটি টাকা। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/ ১৪ মে ২০১৭/হাসিবুল/হাসান/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়