ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘নতুন কমিশন নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নতুন কমিশন নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়’

জ্যেষ্ঠ প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশনের  মহাসচিব এমএ আউয়াল এমপি বলেছেন, রাষ্ট্রপতির নিয়োগকৃত কমিশন নিয়ে প্রশ্ন তোলা উচিত হবে না।

রাজধানী কলাবাগানের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এমএ আউয়াল বলেন, যোগ্য, দক্ষ ও সৎ কর্মকর্তারাই নির্বাচন কমিশনে নিয়োগ পেয়েছেন। তারা চাকরিজীবনে কোনো ধরনের অন্যায় করেননি। আশা করি, তারা সুষ্ঠু নির্বাচন করে দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন।

সিইসি এম নুরুল হুদাকে বীর মুক্তিযোদ্ধা উল্লেখ করে তরিকতের মহাসচিব বলেন, তার অতীত রেকর্ড খুবই ভালো। তিনি নিরপেক্ষতার সঙ্গে অতীতে সরকারি দায়িত্ব পালন করেছেন। আশা করছি এবারও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। নতুন ইসিকে সহযোগিতা করতে এমএ আউয়াল সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৭/নঈমুদ্দীন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়