ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নতুন করে ইতিহাস লিখবে কোহলির টিম ইন্ডিয়া: ধোনি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ১৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন করে ইতিহাস লিখবে কোহলির টিম ইন্ডিয়া: ধোনি

ক্রীড়া ডেস্ক: ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি মনে করেন বিরাট কোহলির টিম ইন্ডিয়া নতুন করে ভারতের ক্রিকেট ইতিহাস লিখবে। ধোনির বিশ্বাস কোহলি ছাড়িয়ে যাবেন তাকে। ভারতকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।
 
শুক্রবার পুনেতে ধোনি বলেন,‘যে ধরণের ক্ষমতা কোহলির রয়েছে সেগুলো প্রয়োগ করতে পারলে সে ভারতকে অনেক দূর নিয়ে যাবে। যদি নম্বর দিয়ে হিসেব করা হয় তাহলে বলব কোহলি আমাকেও ছাড়িয়ে যাবে। সব ফরম্যাটে ভারত সবচেয়ে বেশি জয় তার হাত ধরেই পাবে।’

কোহলির নেতৃত্বে আগামীকাল (রোববার) ইংল্যান্ডের বিপক্ষে খেলতে মাঠে নামবেন মাহেন্দ্র সিং ধোনি। সীমিত পরিসরের দায়িত্ব চলতি বছরের শুরুতে ছাড়েন ধোনি। ২০১৫ সালের জানুয়ারিতে টেস্ট অধিনায়কত্ব ছাড়েন ধোনি। এরপর সাদা পোশাকে ২১ ম্যাচে ১৪টিতে জয় পেয়েছে ভারত। সবশেষ ভারত হেরেছিল প্রায় এক বছর আগে।

বিরাট কোহলির দল নিয়ে ধোনি বলেন,‘দলটি তরুণ। কিন্তু তারা অনেক অভিজ্ঞ। ভারতে এবং ভারতের বাইরে তারা অনেক ম্যাচ খেলেছে। কঠিন পরিস্থিতিতে কিভাবে মানিয়ে নিতে হবে তারা খুব ভালো করে জানে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে তারা আমার অধীনে নকআউট পর্বে খেলেছে। সে সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে তারা। টেস্টেও তাই। আমরা বাইরে অনেক টেস্ট খেলেছি। আশা করছি বড় কোনো ইনজুরি ও দূ্র্ঘটনা ছাড়া বিরাটের দলটি অনেক দূর এগিয়ে যাবে।’

ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর বিসিসিআই বিরাটের হাতে ভারতের নেতৃত্ব তুলে দেয়। দায়িত্ব পাওয়ার পর বিরাট বলেছিলেন,‘মাহি ভাই (ধোনি) চিরকালই আমার অধিনায়ক থাকবে।’ বিরাট কোহলির এমন সম্বোধনে ধোনি সম্মানিত। গণমাধ্যমের সামনে বাড়তি কোনো অনুভূতি প্রকাশ করেননি ক্যাপ্টেন কুল।

তবে বিরাটকে নিয়ে ধোনি বলেন,‘বিরাটের সবথেকে বড় গুণ হচ্ছে, ও কখনোই থেমে যেতে চায় না। যখনই সুযোগ পায় তখনই বড় স্বপ্ন দেখে। বড় স্কোরের লক্ষ্য তৈরী করে। যদি ৬০ কিংবা ৭০ রান করে তাহলে সেঞ্চুরির স্বপ্ন দেখতে শুরু করে। ভারত যখন টার্গেট তাড়া করে তখন সে ক্রিজে থাকতে চায়। শুরুর থেকেই ও আমার খুব কাছাকাছি ছিল। বড় বিষয় হচ্ছে সে নিজেকে এ পর্যায়ে নিয়ে আসতে তৈরী করেছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৭/ইয়াসিন

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়