ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নতুন করে ৭৪ ডেঙ্গু রোগী ভর্তি

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৯, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন করে ৭৪ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, যশোর : জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ হাজার ৩১ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৭৯৫ জন।

এছাড়া, গত ২৪ ঘন্টায় চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন ৬২ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে আটজন।

যশোর সিভিল সার্জন অফিস থেকে জানিয়েছেন, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৩৬ জন চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে জেনারেল হাসপাতালে আছে ৮৫ জন। আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১১৮ জন। বিভিন্ন ক্লিনিকে ভর্তি আছে ৩৩ জন।


রাইজিংবিডি/যশোর/১২সেপ্টেম্বর২০১৯/বি এম ফারুক/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়