ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নতুন মাইলফলকে মরগান

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন মাইলফলকে মরগান

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড। কানপুরে আজ প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমে নতুন এক মাইলফলকে পৌছলেন ইংলিশ তারকা ব্যাটসম্যান উইয়ন মরগান।

প্রথম টি-টোয়েন্টিতে দলকে জেতাতে ব্যাট হাতে ফিফটি করেন মরগান। ৫১ রানের ওই ইনিংসের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে দেড় হাজার রানের মাইলফলকে পা রাখেন তিনি।

টি-টোয়েন্টিতে দেড়হাজার রানের মাইলফলক ছোঁয়া মরগানই একমাত্র ইংলিশ ব্যাটসম্যান। এর আগে এই ফরম্যাটে বিশ্বজুড়ে মোট ১১ জন ব্যাটসম্যান এই মাইলফলক ছাড়িয়ে যান।

টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ৬৫টি ম্যাচ খেলেছেন মরগান। যেখানে তার বেস্ট ৮৫। আজ ভারতের কানপুরে ব্যাট হাতে ক্রিজে নামার আগে মরগানের মোট রান ছিল ১৪৬০। সেখানে ৫১ রানের দুর্দান্ত এক ইনিংসের মধ্য দিয়ে নতুন মাইলফলকে পৌছলেন মরগান। সেই সঙ্গে ইংল্যান্ডও পেল ৭ উইকেটের বড় জয়।



রাইজিংবিডি/ঢাকা/২৬ জানুয়ারি ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়