ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নদী পথে বাংলাদেশে পণ্য পাঠাচ্ছে ভুটান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ১৩ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নদী পথে বাংলাদেশে পণ্য পাঠাচ্ছে ভুটান

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের ভারত হয়ে নদী পথে ভুটান থেকে পণ্য আসছে বাংলাদেশে। শুক্রবার ভারতের আসাম রাজ্যের ধুবরি নৌবন্দর নিয়ে ৭০ ট্রাক পাথর বাংলাদেশে পাঠিয়েছে ভুটান। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

শুক্রবার ধুবরি বন্দরে জাহাজে পণ্য ওঠানোর এই কার্যক্রম উদ্বোধনের সময় ভারতীয় নৌমন্ত্রী মানসুখ মান্দাভিয়া বলেন, ‘প্রথমবারের মতো ভারতীয় ট্রানজিট দিয়ে ভারতের জলপথ ব্যবহার করে দুই দেশের মধ্যে কার্গো পরিবহন করা হচ্ছে।’

ভারতের আন্তঃজলপথ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রবীর পান্ডে জানান, আসামের ধুবরি বন্দর থেকে ১৬০ কিলোমিটার দূরে ভুটানের ফুয়েন্তশিলিং থেকে ট্রাকে করে পাথর আনা হয়েছে। পাথর নিয়ে জাহাজটি ব্রহ্মপুত্র নদী হয়ে ছয় দিনে ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নারায়ণগঞ্জে বন্দরে যেয়ে পৌঁছবে।

ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন, এর আগে ভুটান থেক স্থলপথে নির্মাণ সামগ্রী যেতো বাংলাদেশে। বাংলাদেশ সীমান্তে ভুটানের ট্রাকগুলো যাওয়ার পর সেখান থেকে বাংলাদেশের ট্রাম্পে মালামাল স্থানান্তর করা হতো। কখনো কখনো এই পণ্য স্থানান্তরে সীমান্তে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেতো।

তিনি বলেন, ‘জলপথে পণ্য পরিবহনের ফলে ১০ দিন সময় বেঁচে যাবে এবং পরিবহন খরচ ৩০ শতাংশ কম হবে।’


রাইজিংবিডি/ঢাকা/১৩ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়