ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নন্দীপাড়ায় খাল পুনরুদ্ধার চলছে

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নন্দীপাড়ায় খাল পুনরুদ্ধার চলছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নন্দীপাড়া এলাকার বেদখল খাল পুনরুদ্ধার অভিযান শুরু হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ঢাকা ওয়াসা ও ঢাকা জেলা প্রশাসন যৌথ উদ্ধার অভিযান শুরু করে।

এ অভিযানে ডিএসসিসির মেয়র সাঈদ খোকনের সঙ্গে রয়েছেন ওয়াসার প্রকৌশলী এমডি তাকসিম এ খান, ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম, ডিএস‌সি‌সির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শোয়েব। এ ছাড়া ডিএসসিসি, ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নন্দীপাড়া কালভার্ট থেকে শুরু হওয়া এ উদ্ধার অভিযানে ইতিমধ্যে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আরো শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা রয়েছে।

 


ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ‘নন্দীপাড়ার এ খাল উদ্ধারের মাধ্যমে রাজধানীর ঢাকার খাল উদ্ধার অভিযান শুরু হলো। যেখানেই অবৈধ স্থাপনা রয়েছে সরকার কিংবা জনগণের সম্পত্তির অবৈধ দখল রয়েছে সেখানেই উচ্ছেদ অভিযান চালানো হবে। রাজধানীর খালগুলো দখলের কারণে বর্ষাকালে জলাবদ্ধতা হয়। পর্যায়ক্রমে সব খাল উদ্ধার করা হবে। আমরা আজকে উদ্ধার অভিযান শেষে সাত দিন পর আবার এসে পরিদর্শন করব। এর মধ্যে কেউ যদি আবার অবৈধভাবে স্থাপনা তৈরি করে তবে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘ঢাকা শহরে কোনো প্রকার দখলবাজি চলবে না। রাজধানীতে জলাবদ্ধতার অন্যতম কারণ খাল দখল। এই খালগুলো রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৭/আসাদ/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়