ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নবম ওয়েজ বোর্ড : আপিল বিভাগের আদেশ প্রত্যাহারে আবেদন

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নবম ওয়েজ বোর্ড : আপিল বিভাগের আদেশ প্রত্যাহারে আবেদন

নিজস্ব প্রতিবেদক : সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারিদের বেতন কাঠামো নির্ধারণে গঠিত  নবম ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়নের চূড়ান্ত গেজেট প্রকাশকে কেন্দ্র করে আপিল বিভাগের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়েছে।

সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ আবেদনটি দায়ের করেন।

সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি আগামী ২০ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন‌্য পাঠিয়েছেন।

এর আগে গত ৬ আগস্ট নোয়াবের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল দিয়ে ওই সুপারিশ বাস্তবায়নের গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন।

গত ২০ আগস্ট আপিল বিভাগ হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়।

আপিল বিভাগের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে নোয়াব আবেদন করেছেন।


রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৯/মেহেদী/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়