ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৮ মার্চের মধ্যে নবম ওয়েজ বোর্ড না হলে কর্মবিরতি

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ১২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৮ মার্চের মধ্যে নবম ওয়েজ বোর্ড না হলে কর্মবিরতি

সব সাংবাদিক হত্যার বিচার এবং নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেন সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৮ মার্চের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠন করা না হলে ১৯, ২০ ও ২১ মার্চ তিন ঘণ্টা করে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। এই সময়ের মধ্যে কোনো সমাধান না এলে ২২ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে স্মারকলিপি নিয়ে মিছিল করা হবে।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষণা অনুযায়ী সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার এবং নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে সাংবাদিক নেতাদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো আশ্বাস না এলে, ওই দিনই সচিবালয় ঘেরাও করা হবে।’

গণমাধ্যমের মালিকদের উদ্দেশে মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘দায়িত্ব পালনের সময় আহত সাংবাদিকদের ভরণ-পোষণের দায়িত্ব নিতে হবে মালিকদের। এটাও আমাদের দাবি।’ যেসব পত্রিকা মাসের পর মাস বেতন দেয় না, তাদের অতি দ্রুত বেতন দেওয়ার দাবি জানান তিনি। এ ছাড়া তিনি সাংবাদিক সাগর-রুনি, দীপংকর চক্রবর্তী, মানিক সাহা, হারুনর রশিদ, সাইফুল আলম মুকুল হত্যার বিচারের দাবি জানান।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইজে) মহাসচিব ওমর ফারুক বলেন, ‘রাষ্ট্রের চতুর্থ খুঁটি সংবাদপত্র। সরকার রাষ্ট্রের তিন খুঁটির বেতন বাড়িয়েছে কিন্তু সাংবাদিকদের বেতন বাড়ানোর ঘোষণা দেওয়ার পরেও তা বাস্তবায়ন হচ্ছে না।’ প্রাক্তন তথ্যমন্ত্রীদের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ওয়েজ বোর্ড না দিয়ে আগেও কেউ রেহাই পায়নি। বর্তমান তথ্যমন্ত্রী রেহাই পাবেন না।’

তিনি বলেন, ‘সাংবাদিকেরা না খেয়ে থাকলে, বাচ্চাদের ভালোভাবে না রাখতে পারলে, দেশের গণতন্ত্র দুর্বল হয়ে যাবে। কেউ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারবে না।’

সাংবাদিক নেতা ওমর ফারুক বলেন, ‘দৈনিক জনকণ্ঠ ও বর্তমান পত্রিকার বেতন বন্ধ রয়েছে।’ দৈনিক মানবকণ্ঠে নোটিশ ছাড়া ছাঁটাই বন্ধ করার আহ্বান জানান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহামুদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা সাংবাদিক সাগর-রুনির হত্যা প্রসঙ্গে বলেন, ‘২১ মার্চ তদন্ত প্রতিবেদন আদালতে জমা না দিলে সাংবাদিক সমাজ আবার রাস্তায় নেমে আসবে।’

এ সময় বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী।



রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৭/নাসির/এসএন/শাহনেওয়াজ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়