ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নরসিংদীতে মানবতার দেয়াল

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নরসিংদীতে মানবতার দেয়াল

‘আপনার যা প্রয়োজনীয় নেই তা রেখে যান’/‘আপনার যা প্রয়োজন তা নিয়ে যান’- এমন লেখা সম্বলিত মানবতার দেয়ালের পর্দা উন্মোচন করা হয়েছে।

রোববার বিকালে বেলাব উপজেলার বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তারুণ্য ৭১’ নামে একটি সামাজিক সংগঠন এমন উদ্যোগ নিয়েছে।

মানবতার দেয়ালের পর্দা উম্মোচন করেন বেলাব উপজেলা শিক্ষা অফিসার মো. হারুন অর রশীদ।

সংগঠনের সদস্যরা জানান- ২০১৮ সালের ১৬ ডিসেম্বর থেকে স্বেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে তারুণ্য ৭১’ নামে সংগঠনটি। এ সংগঠনের মূল উদ্দেশ্য ও মূল মন্ত্র হচ্ছে ‘সুখে দুঃখে সবার পাশে-আমরা আছি এক সাথে’। আমাদের লক্ষ‌্য হচ্ছে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষরা যেন ভাল থাকে এবং তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি। এরই ধারাবাহিকতায় আজ আমরা মানবতার দেয়ালের পর্দা উন্মোচন করেছি। আশা করি সকলের সহযোগিতায় এ কার্যক্রম সামনে এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী শরীফ উদ্দিন খান মোমেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বেলাব উপজেলা সভাপতি রাবেয়া খাতুন শান্তি ও সংগঠনের সদস্যরা।
 

নরসিংদী/হানিফ/নাসিম/বুলাকী 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়