ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নর্দান ইউনিভার্সিটিতে স্প্রিং ব্যাচের ওরিয়েন্টেশন

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ১১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নর্দান ইউনিভার্সিটিতে স্প্রিং ব্যাচের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক : নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের দিনব্যাপী স্প্রিং-২০১৭ ব্যাচের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আইন অনুষদের ডিন প্রফেসর ড. এ ডব্লিউ এম আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের সম্পদ। এই সম্পদ সঠিক ব্যবহারের মাধ্যমে আপনারা দেশের কল্যাণ বয়ে আনবেন এবং নিজেদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করে সারাবিশ্বে বাংলাদেশের নাম তুলে ধরবেন বলে আমরা আশা করি।

অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর  ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার মো. আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকীসহ ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন শেষে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৭/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়